ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধে মুক্তাগাছার ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

প্রকাশিত: ২৩:৪৮, ১৯ জুন ২০১৭

যুদ্ধাপরাধে মুক্তাগাছার ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের মুক্তাগাছার মো: আব্দুস সালামসহ নয়জনের বিরুদ্ধে ৮টি অভিযোগ দাখিল করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। অভিযোগ আমলে নেওয়া হবে কিনা- সে বিষয়ে ১০ জুলাই আদেশ দেওয়ার দিন রেখেছে ট্রাইব্যুনাল। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলার শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মওলানাসহ ছয় রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের দ্বিতীয় এক মহিলা সাক্ষীর ক্যামেরা ট্রায়াল অনুষ্টিত হয়েছে। জবানবন্দী শেষে আসামি পক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা করেছেন। পরবর্তী সাক্ষীর জন্য আজ মঙ্গলবার দিন নির্ধারন করা হয়েছে। বিচারপতি মো: শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ সোমবার এ আদেশ প্রদান দিয়েছেন। এ সময় প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর আবুল কালাম, প্রসিকিউটর মুখলেসুর রহমান বাদল , সাবিনা ইয়াসমিন খান মুন্নি । অন্যদিকে আসামি পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সুবহান তরফদার , মুজাহিদুল ইসলাম শাহীন ও গাজী এইচ এম তামিম উপস্থিত ছিলেন।
×