ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামালপুর পৌরসভার ১১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ২২:৫৩, ১৯ জুন ২০১৭

জামালপুর পৌরসভার ১১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ কোনোরূপ করারোপ ছাড়াই জামালপুর পৌরসভার ২০১৭-২০১৮ অর্থ বছরের ১১৭ কোটি ৫০ লাখ ৯৫ হাজার ৮০২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি সোমবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকসভা আহবানের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন। এবারের প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ১১৭ কোটি ৫০ লাখ ৯৫ হাজার ৮০২ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি ৮ লাখ ৪১ হাজার ৭৪৫ টাকা। বাজেটে স্থিতি ধরা হয়েছে ২ কোটি ৪২ লাখ ৫৪ হাজার ৫৭ টাকা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি বলেন, এবারের বাজেটে বাড়তি কোনো করারোপ করা হয়নি। পৌরসভার রাস্তা নির্মাণ, পয়:নিষ্কাশন, পানিসরবরাহ ব্যবস্থা, বংশখাল সংস্কার ও এর উপর দিয়ে রাস্তা নির্মাণ, মশকনিধন ও তৃতীয় নগর অবকাঠামো উন্নয়ন খাতে বেশি অর্থ বরাদ্দ দিয়ে জামালপুর পৌরসভার নাগরিক সুবিধা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে জামালপুর পৌরসভার সচিব মো. নুরুল ইসলাম মিন্টু ও হিসাবরক্ষক মো. আছাদুজ্জামানসহ পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
×