ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঈদ উপলক্ষে রেল পুলিশের বিশেষ সতর্কতা

প্রকাশিত: ২১:২৫, ১৯ জুন ২০১৭

ঈদ উপলক্ষে রেল পুলিশের বিশেষ সতর্কতা

স্টাফরিপোর্টার, নীলফামারী ॥ ঈদ-উল-ফিতর উপলক্ষে যাত্রীদের রেলভ্রমন নিরাপদ করে তুলতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে পুলিশ(জিআরপি)। ঘরমুখো এবং ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় পশ্চিমাঞ্চল রেলের নীলফামারীর সৈয়দপুর জেলার আওতায় ১২টি থানা এবং ১৬টি ফাঁড়ি রয়েছে। পুলিশের এই বিশেষ উদ্যোগ বাস্তবায়নে থানা এবং ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যরা সার্বক্ষণিকভাবে কাজ করছেন। সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তানজিলুর রহমান অঅজ সোমবার সকালে সাংবাদিকদের জানান, ঈদের সময় স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ অতিরিক্ত যাত্রী ভ্রমণ করে থাকেন রেলপথে। এই সময় ট্রেনে ছিনতাই, রাহাজানি, ডাকাতি, চোরাচালানের আশঙ্কাও থাকে। অজ্ঞান পার্টি, পকেটমার, ট্রেনযোগে মাদক দ্রব্য পরিবহন, ট্রেনের ইঞ্জিনে বা ছাদে, বাফারে বিনাটিকিটে ভ্রমণও বেড়ে যায়। তাছাড়া হিজড়া, অবৈধ কুলি ও হকারদের হয়রানিমূলক তৎপরতাও চোখে পড়ে। যার কারণে যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগেন। অতিরিক্ত যাত্রীর উপস্থিতিতে স্টেশন, প্লাটফর্মে ঘটতে পারে অপ্রীতিকর ঘটনাও। এসব ঘটনা রোধসহ রেলস্টেশনগুলোয় আইনশৃঙ্খলা রক্ষা এবং যাত্রীদের নিরাপত্তায় রেলপুলিশ বাড়তি সতর্কতা গ্রহণ করেছে। বিশেষ নিরাপত্তা নিশ্চিতকরণের অংশ হিসেবে প্রতিটি স্টেশনে চেকপোস্ট বসানোসহ লিফলেট বিতরণ করা হচ্ছে যাত্রী এবং আগতদের মাঝে। এছাড়া কালো বাজারে যাতে টিকিট বিক্রি না হয় সেদিকেও খেয়াল রাখছেন পুলিশ কর্মকর্তারা। তিনি জানান, পরিস্থিতি পর্যবেক্ষনে খোলা হয়েছে রেলওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ। অস্থিতিশীল যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন যে কেউ। সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) লুৎফর রহমান জানান, সার্বক্ষণিকভাবে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাই তথ্য দিন নিরাপদে ট্রেন ভ্রমণ করুন বিষয়ক লিফলেটে রেলওয়ে থানা, পুলিশ ফাঁড়ি ইনচার্জদের নাম্বার দেওয়া হয়েছে।লিফলেটটি পড়লে অনেক উপকার পাওয়া যাবে।রেলপুলিশের জেলা সৈয়দপুরের আওতায় দেশের ২৩টি জেলা অন্তর্ভুক্ত রয়েছে। ঈদের আগের দশদিন এবং পরের দশদিন বিশেষ এই নিরাপত্তা ব্যবস্থা জোড়দার থাকবে।
×