ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিয়ার সরকারি বিমান ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৯:০৪, ১৯ জুন ২০১৭

সিরিয়ার সরকারি বিমান ভূপাতিত  করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক ॥ সিরিয়ার রাকা প্রদেশে দেশটির একটি সরকারি বিমান গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের জঙ্গীবিমান। পাইলট এখনো নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে মার্কিন নেতৃত্বাধীন জোট এক বিবৃতিতে জানায়, সিরিয়ার উত্তরাঞ্চলে আইএসের বিরুদ্ধে লড়াইরত তাদের সমর্থিত সহযোগী একটি গোষ্ঠীর অগ্রাভিযান ঠেকাতে সিরিয়ার জঙ্গিবিমানটি ওই গোষ্ঠীর অবস্থানে বোমা হামলা চালালে এটি ভূপাতিত করা হয়। এসময় তারা আরো জানায়, সিরীয় সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো ইচ্ছা ওয়াশিংটনের নেই। এদিকে সরকারি বিমানের উপর হামলার তীব্র সমালোচনা করেছে সিরিয়া। দেশটির সেনাবাহিনীর দাবি, ইসলামিক স্টেটের (আইএস) কথিত রাজধানী রাকায় জঙ্গিগোষ্ঠীটির অবস্থানে হামলায় নিয়োজিত ছিল বিমানটি। এ প্রনঙ্গে রবিবার রাতে সিরিয়ার সেনাবাহিনীর জেনারেল কমান্ড এক বিবৃতিতে এ ঘটনাকে 'সুস্পষ্ট আগ্রাসন' হিসেবে অভিহিত করে বলেছে, সন্ত্রাসবিরোধী হামলায় রত বিমান ভূপাতিত করে যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজের প্রকৃত অবস্থান পরিষ্কার করে দিয়েছে। এ হামলার মাধ্যমে আইএসের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন আঁতাতের বিষয়টি ফুটে উঠেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সূত্র: আল-জাজিরা ও প্রেস টিভি
×