ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি রয়েছে ॥ রণবীর কাপুর

প্রকাশিত: ১৮:২৯, ১৯ জুন ২০১৭

ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি রয়েছে ॥ রণবীর কাপুর

অনলাইন ডেস্ক ॥ এক জাতীয় সংবাদপত্রকে সাক্ষাৎকার দেওয়ার সময় রণবীর কাপুর বলেছেন, ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি রয়েছে। কিন্তু তিনি আকস্মিকভাবে স্বজনপ্রীতি নিয়ে পড়লেন কেন? পজেটিভলি বললেন নাকি নেগেটিভলি? রণবীর বলেছেন, "আমি বিশ্বাস করি আমার ঠাকুরদা পৃথ্বীরাজ কাপুর কঠোর পরিশ্রম করেছিলেন কাজের জগতে তার সন্তানদের সুযোগ করে দিতে। আমিও কঠোর পরিশ্রম করতে চাই, যাতে আমার সন্তানরাও সঠিক সময় সঠিক সুযোগটা পায়। প্রথমেই ভালো একটা ছবি করতে পারে। এর পর নিজস্ব মেধা। তাই সত্যি বলতে, স্বজনপ্রীতি হয়। " ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতির অভিযোগ অবশ্য বহু দিনের। এবং সেটা শুধু পরিবারকেন্দ্রিক নয়। দীর্ঘদিন ধরেই ভালো বন্ধু, কাছের বন্ধু, প্রিয় মানুষের সুপারিশের মতো অভিযোগ উঠেছে। কিছুদিন আগেই করণ জোহরের 'কফি উইথ করণ' শোতে বলিউডে স্বজনপ্রীতি রয়েছে বলে মন্তব্য করায় রোষের শিকার হন কঙ্গনা রানাউত। কথা শোনাতে ছাড়েননি বলিউডের সহ-অভিনেতা থেকে পরিচালক, প্রযোজকরা। এখন প্রশ্ন হলো রণবীরের এই উপলব্ধি কেন? সিনেমাজগতের রয়্যাল পরিবারের ফোর্থ জেনারেশন সুপারস্টার। তাকে 'সাওয়ারিয়া' ছবিতে সুযোগ দিয়েছিলেন সঞ্জয়লীলা বনসালি। আর এখানেই সিনেপ্রেমীদের প্রশ্ন, এই ব্যানারে প্রথম ছবি পাওয়ার ভাগ্য কি ইন্ডাস্ট্রির 'বহিরাগত' দের থাকে? তার মতো 'ইনসাইডার' এর গলায় কঙ্গনা রানাওয়াতের বক্তব্যের রেশ! বলিউডে গুঞ্জন চলছে, আপকামিং মুভি 'জগ্গা জাসুস' এর কোনো অভিজ্ঞতাই নাকি এর পেছনে দায়ী।
×