ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেবাচিমে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ ॥ আতংকে রোগীর মৃত্যু

প্রকাশিত: ১৮:১৯, ১৯ জুন ২০১৭

শেবাচিমে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ ॥ আতংকে রোগীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউতে রবিবার রাত পৌনে ১১টায় অক্সিজেন সিলিন্ডারের মিটার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় আতংকগ্রস্থ হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিসিইউ ইউনিটের ভেতরে বৈদ্যুতিক তারে হঠাৎ করে আগুন লাগে। ইউনিটটিতে হৃদরোগে আক্রান্ত হয়ে সন্ধ্যায় ভর্তি হয়ে ৯নং বেডে চিকিৎসাধীন ছিলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা নুর ইসলাম (৬০)। একপর্যায় ওই বেডের পাশে থাকা অক্সিজেন সিলিন্ডারের মিটার আগুন লেগে বিস্ফোরন ঘটে। তাৎক্ষনিক পুরো ইউনিটে ধোঁয়া ছড়িয়ে পরার পর রোগীরা আতংকগ্রস্থ হয়ে ছোটাছুটি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই হাসপাতালের স্টাফ ও রোগীর স্বজনরা অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষনে হৃদরোগে আক্রান্ত নুর ইসলাম সিলিন্ডারের মিটার বিস্ফোরনের ঘটনায় আতংকগ্রস্থ হয়ে মৃত্যুবরন করেছেন বলে অভিযোগ করেন তার মেয়ে রিংকু বেগম। এ ব্যাপারে হাসপাতালের পরিচালক এসএম সিরাজুল ইসলাম রোগীর মৃত্যু বিস্ফোরনে নয় দাবি করে বলেন, নুর ইসলামকে মুর্মুর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। বৈদ্যুতিক গোলযোগের কারনে অক্সিজেন মিটার বিস্ফোরন হলেও রোগীদের কোন ক্ষতি হয়নি।
×