ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রকমারি ইফতারি

প্রকাশিত: ০৭:০২, ১৯ জুন ২০১৭

রকমারি ইফতারি

রাইস এ্যান্ড নুডলস ধানম-ির সাত মসজিদ রোডের জি এইচ হাউসের লেভেল ২ এ বনানী আর উত্তরার পর নতুনভাবে যাত্রা শুরু করেছে রাইস এ্যান্ড নুডলস। পবিত্র রমজানে থাকছে এইখানে মজাদার সব খাবার। নাসি গোরেন রাইস আর মিগোরেন রাইস দিয়ে খুব অল্প সময়েই উঠে এসেছে রেস্টুরেন্টটি। ইফতারে বিভিন্ন খাবারের পসরা সাজিয়েছে রেস্টুরেন্টটি। যা খাবার পিয়াসুদের টানবেই। সেহেরিতে রিজেনেবল প্রাইসে খিচুড়ি, কালাভুনা, চিকেন ঝাল মাসালা, সালাদ পানি থাকছে। ইফতারিতে থাকছে ৪টি প্ল্যাটার। এইসব প্ল্যাটারে পাচ্ছেন ফ্রাইড রাইস, স্প্রিং রোল, এগ ফ্রাইড রাইস বা হাক্কা নুডলস, কোরিয়ান উইংস, চিকেন ব্ল্যাক পেপার, বিফ চিলি পেস্ট, আর ওসান ব্লু ড্রিংকস। খাবারের মান, ইন্টোরিয়োর, সার্ভিস, অকেশনালি অফার, স্টুডেন্ট এবং কাস্টমারদের জন্য রয়ালিটি কার্ডসহ থাকছে আরও অনেক কিছু। হার্ট ওয়ার্ল্ড অনলাইন ফেসবুক থেকে যাত্রা শুরু করে বনানী, উত্তরার পর সাত মসজিদ রোডের জিএইচ হাউসের লেভেল ২ এ ভোজন পিয়াসুদের জন্য বসেছে হার্ট ওয়ার্ল্ডের খাবারের সমাহার। পবিত্র রমজানে পানির তৃষ্ণা সবাইকে ভর করে। আর তাই হার্ট ওয়ার্ল্ড সেহেরি, ইফতারের পাশাপাশি বিভিন্ন সফট ড্রিংকস নিয়ে এসেছে। চকলেট ওভাল লোডেড আর রেড ভেলভেট ওয়াফেলের জন্য বিখ্যাত এই রেস্টুরেন্ট। এখানকার ইফতারিতে থাকছে বিবিকিউ, চিকেন স্টেক, ফ্রেঞ্জ ফ্রাই, এগ ফ্রাইড রাইস, শর্টেড ভেজিটেবল। সেহেরির কথা ভেবে এই রমজান জুড়ে রেস্টুরেন্ট টিতে থাকছে মাশরুম শস দিয়ে স্টেক, এগ ফ্রাইড রাইস, শর্টেড ভেজিটেবুল। এর পাশাপাশি থাকছে মিল্ক শেক, আইসক্রিম, পাস্তা, স্টেক, পিৎজা। ওজ ক্যাফে শংকরের ক্যাপ্টেন রোডে এ বছরের শুরুতে যাত্রা শুরু করে এখন পর্যন্ত খাবারের মান আর ইন্টোরিয়োর নিয়ে সবার মন জয় করেছে ওজ ক্যাফে। আসছে রমজান মাসে সেহেরি আর ইফতারে বিশেষ পেল্টার, সেট মেনু নিয়ে এসেছে এই রেস্টুরেন্টটি। ইফতারি আর সেহেরিতে থাকছে বিভিন্ন প্যাকেজ আর বাই ওয়ান গেট ওয়ান অফার। শেফ ওজের নাম থেকেই এসেছে ওজ ক্যাফে। এছাড়াও পাওয়া যাবে পিৎজা, পাস্তা, চাইনিজ, সি‘ফুডসহ বিভিন্ন ধরনের চমকপ্রদ সব খাবার। ইন্টোরিয়োরটা অনেকটা গ্রামের ফ্লেভারে সাজানো হয়েছে যেখানে কিনা মন ভালো না হয়ে উপায় নেই।
×