ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভিন্ন পরিচয়ে রোকেয়া প্রাচী

প্রকাশিত: ০০:৫০, ১৮ জুন ২০১৭

ভিন্ন পরিচয়ে রোকেয়া প্রাচী

স্টাফ রিপোর্টার ॥ আর দিন কয়েক পরেই ঈদ। এই উৎসব উপলক্ষে শোবিজের তারকারা মহাব্যস্ত নাটকের শূটিং নিয়ে। অবিরাম কাজ করছেন ভক্তদের কাছে নিজের পারফর্মেন্স উপস্থাপনের জন্য। কিন্তু এসব নিয়ে মোটেও কোন মাথা ব্যথা নেই নন্দিত অভিনেত্রী, নির্মাতা ও রাজনীতিবিদ রোকেয়া প্রাচীর। তিনি হাঁটছেন একেবারেই ভিন্ন পথে। তাহলে অভিনয় ও নির্মাণের মতো জায়গাটি থেকে কি সরে দাঁড়াচ্ছেন রোকেয়া প্রাচী? জানতে চাইলে তিনি বলেন, এটা ভাবাটা ভুল হবে। আমি তো অভিনয়ের মানুষ। সে জায়গাটি থেকে সরে দাঁড়ানোর কোন ইচ্ছা নেই। তবে আমার কাছে এ মুহূর্তে দেশকে নিয়ে ভাবার বিষয়টি গুরুতপূর্ণ বলে মনে হচ্ছে। তাই আপাতত সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি ‘উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র’ এই স্লোগানটি নিয়ে প্রচার করছি। এদিকে সবাই যখন টিভি নাটকের কাজ নিয়ে ব্যস্ত সেখানে রোকেয়া প্রাচী আছেন দেশের উন্নয়নের প্রচার নিয়ে। বর্তমান আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে দেশে যেসব উন্নয়নে স্বাক্ষর রেখেছে তারই প্রচার করছেন তিনি। এমনটাই নিশ্চিত করে জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। একই সঙ্গে একজন রাজনীতিবিদ, সমাজকর্মী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেত্রী হিসেবে নিজ এলাকা ফেনী-৩ আসনের বিভিন্ন জায়গায় সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন রোকেয়া প্রাচী। এ প্রসঙ্গে তিনি বলেন, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যেসব উন্নয়ন হয়েছে সেটাই জনগণের কাছে তুলে ধরছি। বাংলাদেশ বঙ্গবন্ধুর আদর্শে ও আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে এ কাজটি আমার দায়িত্বের মধ্যে পড়ে বলেই ব্যাপক আগ্রহের সঙ্গে করে যাচ্ছি। গত ৯ বছরে এ সরকার দেশের উন্নয়নে অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেগুলো জনসাধারণকে তুলে ধরার কাজ আমাদেরই। তাই ঠিক এই ভাবনা থেকেই আমার কাজটি করা।
×