ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফাইনালে অনিশ্চিত অশ্বিন

প্রকাশিত: ১৯:৫৩, ১৮ জুন ২০১৭

ফাইনালে অনিশ্চিত অশ্বিন

অনলাইন ডেস্ক ॥ চ্যাম্পিয়নস ট্রফির প্রথম দুটি ম্যাচে অশ্বিনকে খেলানোর পক্ষে ছিলেন না বিরাট কোহলি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাওয়ার পরই হুঁশ ফেরে ভারত অধিনায়কের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাঁচামরার ম্যাচে বোলিংয়ে দলটির সেরা অস্ত্রকে ফেরান কোহলি। ফলও হাতেনাতেই পেয়ে যায় ভারত। আজ ফাইনালের আগে আবার অনিশ্চিত হয়ে পড়েছেন এই অলরাউন্ডার। হাঁটুতে চোট পেয়েছেন তিনি। অশ্বিনের চোটে ফাইনালে লড়াইয়ে কিছুটা হলেও হুমকির মুখে পড়ল ভারত। শুক্রবার অনুশীলনের সময়ই হাঁটুতে চোট পান অশ্বিন। ভারতীয় শিবির থেকে জানানো হয়, এই অফস্পিনারের ইনজুরিটা খুব একটা গুরুতর নয়। দলটি আশা করছে, পাকিস্তানের বিপক্ষে ফাইনালে এই তারকা বোলারকে মূল একাদশে পাওয়া যাবে। তারপরও অশ্বিনকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। তাঁকে নিয়ে কোনো রকমের ঝুঁকি নেবে না ভারত। শেষ পর্যন্ত যদি অশ্বিন না খেলতে পারেন, সে ক্ষেত্রে একজন ব্যাটসম্যান বেশি নিয়ে মাঠে নামতে পারে ভারত। সে ক্ষেত্রে প্রথমবারের মতো মাঠে নামতে পারেন আজিঙ্কা রাহানে বা দিনেশ কার্তিক। এমনকি পেসার উমেশ যাদবকেও দেখা যেতে পারে মূল একাদশে। বল হাতে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হতে পারে যুবরাজ সিং ও বিরাট কোহলিকে। কোহলিদের ফিল্ডিং কোচ জানান, অনুশীলনের সময় বল ধরতে গিয়ে ডান হাঁটুতে ব্যথা পেয়েছেন অশ্বিন। খুব গুরুতর নয় অশ্বিনের ইনজুরি। তবে তাঁর মতো বোলারকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলের অধিনায়ক অবশ্য ফাইনালে অপরিবর্তিত একাদশ রাখার পক্ষেই মত দিয়েছেন। তিনি বলেন, ‘অযথা পরীক্ষা-নিরীক্ষার পক্ষে নই আমরা।’
×