ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবার ফুটবল খেলোয়াড় হিসেবে দেখা যাবে তিশাকে

প্রকাশিত: ১৯:৩০, ১৮ জুন ২০১৭

এবার ফুটবল খেলোয়াড় হিসেবে দেখা যাবে তিশাকে

অনলাইন ডেস্ক ॥ নুসরাত ইমরোজ তিশা বলেছেন, 'ফুটবল চিরকাল আমার ঘুম নষ্ট করেছে। কারণ ফারুকী রাত জেগে খেলা দেখে। কোনোদিন ভাবি নাই একদিন আমাকেই সেই ফুটবল খেলতে হবে। তবে কাজটা করতে খুব আনন্দ পাচ্ছি। ফ্রেশ কিছু হবে। ' ফুটবল ও স্বামী মোস্তফা সরয়ার ফারুকী উভয়ের সংশ্লিষ্টতা সম্পর্কে সেই সময়েই মন্তব্য যখন তিশা নিজেই ফুটবল খেলোয়াড় হিসেবে আবির্ভূত হচ্ছেন। হ্যাঁ জনপ্রিয় অভিনেত্রী তিশাকে এবার ফুটবল খেলোয়াড় হিসেবেই দেখা যাবে তবে বাস্তবে নয়। টিভি পর্দায়। তবে পর্দায় হোক আর বাস্তবে হোক শত অভিযোগের সেই ফুটবল নিয়েই তো তিশাকে দৌঁড়াতে হয়েছে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত। ক্যামেরার কল্যাণে হয়তো একটু বেশিই দৌঁড়াতে হয়েছে। তবে ভক্তরা তিশাকে খুব ইতিবাচকভাবেই নেবেন বলে মনে করছেন নির্মাতা। বাংলালিংক নিবেদিত ছবিয়াল রিইউনিয়ন সিরিজে আশফাক নিপুন পরিচালিত 'ছেলেটা কিন্তু ভালো ছিলো' নাটকে তিশাকে দেখা যাবে নতুনরুপে। নাটকটি প্রচারিত হবে ঈদে একুশে টেলিভিশনে।
×