ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৪:১৪, ১৭ জুন ২০১৭

কবিতা

বাবা আমার আ.ফ.ম. মোদাচ্ছের আলী মায়ের শাসন কঠিন হলে আগলে রাখেন যিনি ভোরের আলোর আভার মতো আমার বাবা তিনি। কাজ থেকে রোজ ফিরে এসে ডাকেন মানিক সোনা পড়াশুনা হচ্ছে তো ঠিক হচ্ছে স্বপন বোনা? আমার যত বায়না মেটান হাত ধরে তাঁর খাই বাবার মতো মানুষ আমার এই ভুবনে নাই। ** তারার দেশে আবেদীন জনী বাবার কাঁধে চড়ে আমি কত্ত গেছি বাজার-হাটে বিকেলবেলা দেখতে খেলা গেছি মেলা দূরের মাঠে। বাবার কাছে যা চেয়েছি সবই তিনি দিতেন এনে আমার কত দুষ্টুমি যে হাসিমুখে নিতেন মেনে! বাবার বলা গল্প থেকে অনেককিছু হতো শেখা সত্য-ন্যায়ের পথে চলা জীবন গড়ার স্বপ্ন দেখা। এখন বাবা নেইতো কাছে আছেন তিনি তারার দেশে চাঁদের মতো, তারার মতো ছড়ান আলো হেসে হেসে। ** বাবার হাতেই বাসুদেব খাস্তগীর বাবা করে শাসন বারণ দেখায় শুদ্ধ পথ বাবার মাঝেই স্বপ্ন দেখা বাবাই ভবিষ্যত। হাতটি ধরে আলোর পথে ডাকে চিরদিন বাবার হাতেই আমার দেখা ম্বপ্ন হয় রঙিন। সাত সমুদ্দুর দুর্গম গিরি নয় তো এত দূর বাবার সামনে সব বাধাতো ভেঙ্গে হয় চুর চুর। বাবার স্বপ্নে স্বপ্ন রাঙে জাগে নিত্য ভোর বাবার হাতেই খুলে হাজার স্বপ্ন রাঙা দোর। ** আমার ভরসা ফারহানা মোবিন বাবা তোমার হাত ধরে, আমার খেলাধুলা, তোমার হাত ধরে আমার পথচলা। তোমার বকাঝকা আমার পথ চলার শক্তি, তোমার আদেশ, আমার বিপদ হতে মুক্তি। বাবা তোমাকে পাশে চাই সারাটা জীবন, ভাল মানুষ হয়ে, ভরব তোমার মন। বাবা তুমি বন্ধু তুমি আমার ভরসা, পূরণ করব বাবা তোমার মনের আশা। বাবা দিবসে, তোমায় হাজারো সালাম, সারা বিশ্বে ছড়িয়ে দিব, তোমার সুনাম।
×