ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাবা দিবসের ভাবনা

প্রকাশিত: ০৪:১৪, ১৭ জুন ২০১৭

বাবা দিবসের ভাবনা

আমার পৃথিবী অনুভব অভিলাষ বাবা আমার পৃথিবী, আমার সবকিছু। আমার বাবা আমাকে অনেক ভালবাসে। আমিও বাবাকে অনেক পছন্দ করি। বাবা যখন অফিসে থাকে, তখন বাবাকে আমি অনেক মিস করি। আমার বাবা বলেছে, আমাকে গুড বয় হতে হবে। গুড বয় হবার জন্য নাকি অনেক ভাল কাজ করতে হয়। আমি গুড বয় হবার চেষ্টা করব।বাবা বলেছেন, মাঠে খেলার সময় যেন কারও সঙ্গে মারামারি না করি। কাউকে না বলে, তার খেলনা যেন না নেই। সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল, শ্রেণী-কেজি টু আমার ক্যাপ্টেন শতাব্দী রায় একগাদা আদরের মাঝে একচিলতে শাসন, অসম্ভব পাগলামির পর একটু উপদেশÑবাবাদের রসায়নটা তো এমনই। তবে এসবকিছুর মধ্যে আর একটা ব্যাপার লুকিয়ে থাকে। কারণ বাবারা নিজেদের মধ্যে লুকিয়ে রাখেন একজন সুযোগ্য দিকনির্দেশককে; যেন সাদা পোশাকে কোন সুদূরগামী জাহাজের ক্যাপ্টেনÑ অন্তত আমার তো তাই মনে হয়। যখন প্রথম আমরা বাবাদের কাঁধে চেপে বসি খেলার ছলে, তখনই তাঁদের কাঁধে চেপে যায় বিশাল দায়িত্ব। আমাদের ছোট্ট হাতগুলো ধরে তাঁরা হাঁটতে শেখান। আমাদের পা দুটোকে শক্ত করে তোলেন পৃথিবীর পথে চলার জন্যে। জীবনে যখনই কোন সমস্যার মুখোমুখি হয়েছি, তার সঙ্গে লড়াই করার শিক্ষা পেয়েছি বাবার কাছ থেকে। এই শিক্ষাগুলোকে নিয়েই এগোচ্ছে আমার জীবনের জাহাজÑ যার ক্যাপ্টেন আমার বাবা। শুধু আমার বাবা নন, পৃথিবীর সব বাবাই এমন। তাই এই অকুতোভয় ক্যাপ্টেনদের প্রত্যেককে বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা! জয়পুরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় শ্রেণী -১০ম ভালবাসার বাবা নিকুঞ্জ কল্লোল রায় বাবা বলেন, ভাল করে লেখাপড়া করো। সফল মানুষের জীবনী পড়। তাদের মতো হতে চেষ্টা করো। টিভিতে বেশি কার্টুন দেখো না। মোবাইলে বেশি গেমস খেলো না। বাবা দিবসে বলছি, তোমার কথাগুলো সব মেনে চলবো। তোমাকে অনেক ভালবাসি বাবা। কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল, শ্রেণী-২য়
×