ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইটি ডটকম ডেস্ক

বড় পর্দার নতুন ফোন আনল ওয়ালটন

প্রকাশিত: ০৪:১৩, ১৭ জুন ২০১৭

বড় পর্দার নতুন ফোন আনল ওয়ালটন

বড় পর্দার নতুন স্মার্টফোন এনেছে ওয়ালটন। ‘প্রিমো এন৩’ মডেলের নতুন এই ফোনের পর্দা ৬ ইঞ্চির। এর ডিসপ্লে আইপিএস এইচডি প্রযুক্তির। ফলে মুভি দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিং হবে আরো আনন্দময়। দাম মাত্র ১০ হাজার ২৯০ টাকা। ফোনটি মিলছে কালো, সোনালি ও কফি-এই তিনটি ভিন্ন রঙে। থাকছে ১ বছরের বিনামূল্যের বিক্রয়োত্তর সেবা। রয়েছে ১২ মাসের কিস্তি সুবিধাও। ওয়ালটনের সেল্যুলার ফোন গবেষণা ও উন্নয়ন বিভাগের ডেপুটি ডিরেক্টর আরিফুল হক রায়হান জানান, ৫ ইঞ্চির বড় কিন্তু ৭ ইঞ্চির ছোট পর্দার স্মার্টফোনকে ফ্যাবলেট বলে। ফ্যাবলেটের ডিসপ্লে তুলনামূলকভাবে বড় হওয়ায় বিভিন্ন এ্যাপ্লিকেশন ব্যবহারে ও ভিডিও দেখায় বাড়তি সুবিধা পাওয়া যায়। বড় পর্দার ‘প্রিমো এন৩’ স্মার্টফোনকে ফ্যাবলেট বলা চলে। মেটালিক ডিজাইনের ৮.৬ মিমি পুরুত্বের পাতলা এই ফোনটি দেখতেও দারুণ আকর্ষণীয়। তিনি জানান, নতুন এই ফোনের ব্যবহৃত হয়েছে ১.৩ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর, আছে ২ গিগাবাইট র‌্যাম। গ্রাফিক্স হিসেবে থাকছে মালি-৪০০। প্রয়োজনীয় ফাইল সংরক্ষণে রয়েছে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটির পেছনে আছে এলইডি ফ্ল্যাশসহ বিএসআই সেন্সরযুক্ত এফ ২.২ এ্যাপারচার সাইজের ১৩ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। ফ্রন্টে রয়েছে বিএসআই ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ‘প্রিমো এন৩’ ফোনের সুরক্ষায় যুক্ত হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডুয়াল সিম সুবিধার ফোনটি থ্রিজি সমর্থন করে। এ্যান্ড্রয়েড নূগাট ৭.০ অপারেটিং সিস্টেমে পরিচালিত হওয়ায় এই ফোনের কার্যক্ষমতা ও গতি বেশি। চকডাস্ট স্টুডিও এ্যানিমেটরদের জন্য উন্মুক্ত করেছে জানালা দেশের খ্যাতনামা এ্যানিমেশন নির্মাণকারী প্রতিষ্ঠান চকডাস্ট স্টুডিও এরই মধ্যে বিশ্বখ্যাত এ্যানিমেশন সফটওয়্যার বাণিজ্যিক কাজে ব্যবহার করছে। বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কাজের মাত্রায় আরও ভিন্নতা আনতে চকডাস্ট স্টুডিও নিজেদের স্টুডিওতে এরই মধ্যে সংযোজন করেছে বিশাল প্যানেল। যেখানে বিশ্বমানের এ্যানিমেশন সফটওয়্যার বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। চকডাস্ট স্টুডিও নিজেদের কাজের পরিধি সরাসরি দেখার সুযোগ করে দিচ্ছে শিক্ষার্থীদের জন্য। যে কোন এ্যানিমেশন কাজের জন্য প্রতিষ্ঠানটির বনানী কার্যালয়টি উন্মুক্ত রয়েছে। যোগাযোগ : বাড়িÑ ৯৭ ( তৃতীয় তলা), রোড নং-৫, ব্লক-এফ, বনানী, ঢাকা-১২১৩। ফোন- +৮৮০৯৬৭৮৭৭১১৮৮
×