ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্যাশনেবল লুক

প্রকাশিত: ০৬:৫২, ১৬ জুন ২০১৭

ফ্যাশনেবল লুক

অনেকেই ফ্যাশনের জন্য জাঁকজমকপূর্ণ, আটোসাটো জামা কাপড় পরেন বা ভারি মেকআপ করতে পছন্দ করেন। গ্রীষ্মের এই গরমে ভারি মেকআপ, জমকালো পোশাক পরার কথা ভাবলেই অনেকের মাথা ঘুরে যাওয়ার উপক্রম হয়। কিন্তু যারা ফ্যাশনপ্রিয় তাদের মন তো আর মানবে না। গরমে ফ্যাশনও বজায় থাকবে আবার স্বস্তিতেও থাকবেন এমন কিছু টিপস চলুন জেনে নিই- সাদামাটা থাকার চেষ্টা করুন এবং অবশ্যই ধূসর এবং ভারি মেকআপ করা থেকে বিরত থাকবেন। পোশাকের ক্ষেত্রে শর্টস, ম্যাক্সি স্কার্ট, সিøভলেস টপস ও খাকি প্যান্ট পরতে পারেন। এক্ষেত্রে উজ্জ্বল ও কালারফুল প্রিন্টের কাপড় নির্বাচন করতে পারেন। আটোসাটো জিন্স পরিহার করুন। গরমে জুতা নির্বাচনে স্যান্ডেল, ক্যানভাসই উপযোগী। এই ঋতুতে আপনার পায়ের সঙ্গী হোক ফ্লিপফ্লপ। সবসময় সঙ্গে সানস্ক্রিন ক্রিম রাখতে হবে। নির্দিষ্ট সময় পর পর ব্যবহার করবেন। ত্বককে গরম থেকে সুরক্ষা রাখতে অন্যান্য উপকরণ একটি ছোট ব্যাগে নিয়ে নেবেন। নিয়মিত চুল শ্যাম্পু করতে হবে। এই ঋতুতে চুল স্ট্রেইট করা থেকে বিরত থাকতে হবে। আয়রন করার ফলে চুল রুক্ষ্ম হয়ে পড়ে। বাইরে বের হওয়ার সময় বিভিন্ন রকমের ছাতা সঙ্গে রাখতে পারেন। এতে আপনাকে সতেজ দেখাবে আর রোদ থেকেও রক্ষা পাবেন। ফ্যাশন ডেস্ক
×