ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাতারে ইরানের ত্রাণ

প্রকাশিত: ০৭:১০, ১৪ জুন ২০১৭

কাতারে ইরানের ত্রাণ

‘সন্ত্রাসীদের মদদদাতা’ অভিযোগ তুলে ৫ জুন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় প্রতিবেশী দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেন ও মিসর। ইসলামিক স্টেট (আইএস), আল কায়েদা, মুসলিম ব্রাদারহুডসহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে কাতার ‘মদদ দিচ্ছে’ বলে অভিযোগ তাদের। কাতার তাদের মোট খাবারের ৪০ শতাংশই সৌদি আরব থেকে আমদানি করত। ইরান এয়ারের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত পাঁচটি উড়োজাহাজে করে ফল ও সবজির মতো পচনশীল খাবার কাতারে পাঠানো হয়েছে। প্রতিটি উড়োজাহাজে ৯০ টন করে খাবার রয়েছে। আজ আরও কয়েকটি উড়োজাহাজে করে খাবার পাঠানো হবে।’ তবে এই খাবার ত্রাণ হিসেবে পাঠানো হয়েছে, নাকি কাতার সরকার খাবার কিনেছে সে সম্পর্কে কিছু জানাননি তিনি। কাতারের চাহিদা যতদিন থাকবে ইরান ততদিন খাবার পাঠাবে বলেও জানান তিনি। সূত্র : ইন্টারনেট
×