ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তথ্যপ্রযুক্তি খাতে সম্ভাবনাময় নাম আউটসোর্সিং

প্রকাশিত: ০৬:২৭, ৩১ মে ২০১৭

তথ্যপ্রযুক্তি খাতে সম্ভাবনাময় নাম আউটসোর্সিং

দেশের তথ্যপ্রযুক্তি খাতে এখন সবচেয়ে সম্ভাবনাময় নাম আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। বিজ্ঞানবিষয়ক পড়াশোনা কিংবা উচ্চশিক্ষার বাধ্যবাধকতা না থাকায় সববয়সী মানুষ এখন ঝুঁকছে এই পেশায়। দক্ষতা অনুযায়ী মাসে আয় করছেন তিন থেকে চার লাখ টাকা। তবে শুরুতেই আয়ের দিকে নজর না দিয়ে সঠিকভাবে কাজটি শেখার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ডিজিটাল বাংলাদেশ ঘোষণার পেরিয়েছে আট বছর। বর্তমানে দেশের তথ্যপ্রযুক্তি খাত থেকে রফতানি আয় ছাড়িয়েছে ৪০০ মিলিয়ন ডলার, যার মধ্যে ১০০ মিলিয়নই আসছে, আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং থেকে। সরকারী হিসেব বলছে, দেশে বর্তমানে প্রায় ৮ লাখ তথ্যপ্রযুক্তি নির্ভর পেশাজীবী রয়েছেন, যার মধ্যে শুধু ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়েই জড়িত আছে প্রায় ৫ লাখ। সম্ভাবনার মাপকাঠিতে সবচেয়ে এগিয়ে থাকা এখাতে যুক্ত হতে পারেন যে কেউ, ঘরে বসেই করতে পারেন আয়। তবে আয়ের দিকে শুরুতেই না ঝুঁকে দক্ষতা সৃষ্টির পরামর্শ ফ্রিল্যান্সিং প্রশিক্ষকদের। -অর্থনৈতিক রিপোর্টার বিদ্যুত সাশ্রয়ী ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ বাজারে সময়ের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের হাতে নিত্য নতুন প্রযুক্তি পণ্য তুলে দিতে ওয়ালটন প্রতিশ্রুতিবদ্ধ। ওয়ালটনের শক্তিশালী আরএ্যান্ডডি টিমের প্রকৌশলীরা নিরলস পরিশ্রম ও ব্যাপক গবেষণার মাধ্যমে প্রতিনিয়ত উদ্ভাবন করছে নতুন নতুন মডেলের পণ্য। এরই ধারাবাহিকতায় ওয়ালটন এবার বাজারে নিয়ে এসেছে অত্যাধুনিক প্রযুক্তি ও আকর্ষণীয় মডেলের ব্যাপক বিদ্যুত সাশ্রয়ী ডিজিটাল ডিসপ্লে সম্বলিত ফ্রিজ। সম্প্রতি ওয়ালটন ফ্রিজের প্রোডাক্ট লাইনে যুক্ত হয়েছে ৩২৩ লিটার বা ১৭ সিএফটি’র নন-ফ্রস্ট রেফ্রিজারেটর। যেটির কম্প্রেসারে ব্যবহার করা হয়েছে বিশ্ব স্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর৬০০এ গ্যাস। স্ট্যাবিলাইজার ছাড়াই গ্রাহকরা নির্বিঘেœ ব্যবহার করতে পারবে ওয়ালটনের নতুন মডেলের এই ফ্রিজটি। এর আরেকটি স্বতন্ত্র্য বৈশিষ্ট্য হলো- ফ্রিজের দরজাতে ডিজিটাল ডিসপ্লে’র সংযুক্তি। যেখানে রয়েছে ফ্রিজার, রেফ্রিজারেটর, ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট (তামপাত্রা কমানো ও বাড়ানো), চাইল্ড লক, ইকো ও সুপারকুল কি বা বোতাম। -অর্থনৈতিক রিপোর্টার
×