ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের বড় পরাজয়

প্রকাশিত: ১৮:৩৭, ৩০ মে ২০১৭

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের বড় পরাজয়

অনলাইন ডেস্ক ॥ সোমবার রাতে স্বাগতিকদের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজে ১২৭ বল আর ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় প্রেটিয়ারা। তবে হারলেও এক ম্যাচ আগেই সিরিজ পকেটে ভরে নেয় মরগান-স্টোকসরা। সিরিজের শেষ ম্যাচে কাগিসো রাবাদার বোলিং তাণ্ডবে ২০ রানেই ৬ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ডকে! যদিও জনি বেয়ারস্টোর (৫১) ফিফটি ও টেলএন্ডার টবি রোল্যান্ড জোনসের অপরাজিত ৩৭ রানের কল্যাণে ৩১.১ ওভারে অলআউট হওয়ার আগে ১৫৩ রান করে ইংল্যান্ড। এ ম্যাচে বিশ্রামে থাকেন দ্বিতীয় ওয়ানডের সেঞ্চুরিয়ান বেন স্টোকস ও মঈন আলীর মতো তারকা। তারপরও এমন হারে অনেকটা বিপর্যস্ত ইংলিশরা। রাবাদা চারটি উইকেট দখল করেন। তিনটি করে নেন ওয়েন পারনেল ও স্পিনার কেশব মহারাজ। ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৯৫ রান তোলেন হাশিম আমলা (৫৫) ও কুইন্টন ডি কক (৩৪)। এরপর ৬ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে জ্যাক বল ও রোল্যান্ড জোনস। তবে ডেপি ডুমিনি ২৮ ও এবি ডি ভিলিয়ার্স ২৭ রানে অপরাজিত থাকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
×