ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লন্ডভন্ড উপকূল, নিহত ১

প্রকাশিত: ১৭:৩৬, ৩০ মে ২০১৭

লন্ডভন্ড উপকূল, নিহত ১

অনলাইন ডেস্ক ॥ ঘূর্ণিঝড় মোরার আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে দেশের কয়েকটি এলাকা। এছাড়া বিধ্বস্ত হয়েছে পাচঁ শতাধিক বাড়িঘর পাশাপাশি উপড়ে গেছে বহু গাছপালা। উখিয়ায় গাছের নিচে চাপা পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। ১১০ থেকে ১৩৫ কিলোমিটার বেগে বাতাস নিয়ে মঙ্গলবার ভোর ৬টার দিকে কুতুবদিয়ার কাছ দিয়ে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড়টি। কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ভোর ৪টার দিকে ঘূর্ণিঝড় ‘মোরা’ টেকনাফ ও সেন্টমার্টিন এলাকা অতিক্রম করতে শুরু করেছে। এসব এলাকায় এখন বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার। ১৯৯১ ও ১৯৯৪ সালে আঘাত হানা ঝড়ের চেয়ে এবারের ঝড়ে বাতাসের গতিবেগ কিছুটা বেশি বলে স্থানীয় লোকজন তাঁদের জানাচ্ছেন। কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার উপকূলীয় এলাকার লক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের জন্য খুলে দেওয়া হয়েছে জেলার ৫৩৮টি আশ্রয়কেন্দ্র। গঠন করা হয়েছে ৮৮টি মেডিকেল টিম। প্রস্তুত রাখা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচীর আওতায় থাকা ৪১৪টি ইউনিটের ৬ হাজার ১০জন স্বেচ্ছাসেবক এবং রেড ক্রিসেন্টের ১৫ হাজার স্বেচ্ছাসেবক কর্মী।
×