ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে খাদে বাস, নিহত ৬

প্রকাশিত: ০৫:৫৯, ৩০ মে ২০১৭

মীরসরাইয়ে খাদে বাস, নিহত ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় দুই গৃহবধূ এবং এক সরকারী কর্মকর্তাসহ ১৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামের মীরসরাইয়ের পার্বত্য সড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৬ জন, দিনাজপুরে বাস-অটোবাইক সংঘর্ষে ৩ জন, ফরিদপুরে এক সরকারী কর্মকর্তা, সাতক্ষীরায় ট্রাক মালিক, চরফ্যাশন ও মাদারীপুরে ২ গৃহবধূ এবং টঙ্গীতে ২ জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় অন্তত ৪৩ জন আহত হয়। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। জানা গেছে, চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়াহাট-রামগড় সড়কের ভাঙ্গা টাওয়ার নামক স্থানে এক ভয়াবহ দুর্ঘটনায় ৬ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। সোমবার দুপুর ২টায় উক্ত দুর্ঘটনা ঘটে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলিফ সুপার নামক যাত্রীবাহী বাসটি ফেনী থেকে তবলছড়ি যাওয়ার পথে করেরহাট নয়টিলা মাজার পেরিয়ে ভাঙ্গা টাওয়ার নামক স্থানে বাঁক পেরুতেই খাদে পড়ে যায়। ঘটনাস্থলের ঝুঁকিপূর্ণ বাঁক পার হবার সময় বিপরীত মুখ থেকে হানিফ নামক পরিবহনের পেছনের অংশের ধাক্কায় বাসটি অন্তত দুইশ’ ফুট খাদে পড়ে যায়। দিনাজপুর ॥ দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে বাস ও অটো বাইকের সংঘর্ষে ৩ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ফরিদপুর ॥ চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মৌলভীরচর নামক স্থানে সোমবার দুপুর ২টার দিকে সড়ক দুর্ঘটনায় সুবোধ চন্দ্র চৌধুরী (৫০) নামের এক সরকারী কর্মকর্তা নিহত হয়েছেন। সাতক্ষীরা ॥ সাতক্ষীরার দেবহাটায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাক মালিক রফিকুল ইসলাম নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাক হেলপারসহ তিনজন। মাদারীপুর ॥ সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুর শিবচর উপজেলার পাঁচ্চরে রাস্তা পার হতে গেলে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় আকলিমা বেগম (৩৪) নামের একজন গৃহবধূ নিহত হয়েছে। চরফ্যাশন, ভোলা ॥ ভোলার চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কে কাশেমগঞ্জ বাজার এলাকায় রবিবার রাতে সড়ক দুঘর্টনায় কালী রানী (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন। টঙ্গী, গাজীপুর ॥ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকাগামী বলাকা পরিবহনের বেপরোয়া গতির একটি বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় গাজীপুরা বাঁশপট্টির সামনে ভ্যানচালক খুরশেদ আলমকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। খুরশেদ বাঁশপট্ট্রি থেকে বাঁশের মাচা ভ্যানে করে বিভিন্ন এলাকায় সরবরাহ করত। সে টঙ্গীর খরতৈল ব্যাংক পাড়ায় মজিদ মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। অপরদিকে রবিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শালিকচূড়া এলাকায় পোশাক শ্রমিক রিয়া সড়ক পার হওয়ার সময় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় মারা যায়। এসব ঘটনায় টঙ্গী মডেল থানায় পৃথক মামলা হয়েছে।
×