ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংসদের বাজেট অধিবেশন আজ শুরু

প্রকাশিত: ০৫:৫৪, ৩০ মে ২০১৭

সংসদের বাজেট অধিবেশন আজ শুরু

সংসদ রিপোর্টার ॥ আজ পর্দা উঠছে দশম জাতীয় সংসদের ১৬তম বাজেট অধিবেশনের। আজ মঙ্গলবার সকাল ১১টায় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হবে সংসদের দীর্ঘতম এই অধিবেশন। একদিন পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার সংসদ ২০১৭-১৮ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। দেশের ইতিহাসে ৪৬তম এবং বর্তমান সরকারের চতুর্থ বাজেট এটি। আগামী ৩০ জুন সংসদে বাজেটটি পাস হওয়ার কথা রয়েছে। অধিবেশন শুরুর ঘণ্টাখানেক আগে আজ জাতীয় সংসদে কার্যোপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা নির্ধারিত হবে। বাজেট অধিবেশন হওয়ায় এ অধিবেশনের চলবে দীর্ঘ সময় ধরে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বাজেটের ওপর প্রায় ৪০ থেকে ৬০ ঘণ্টা সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। সেই হিসেব ধরে আগামী জুলাই পর্যন্ত গড়াতে পারে চলতি অধিবেশনের স্থায়িত্ব। সংসদ অধিবেশনকে সামনে রেখে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত দ্বিতীয় সর্বোচ্চ ও নিজের ১১তম বাজেট পেশ করবেন। বিএনপি নেতা প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সর্বোচ্চ ১২টি বাজেট দিয়ে গেছেন। বর্তমান অর্থমন্ত্রী মুহিত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আমলের অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেট পেশ করেন ১৯৮২-৮৩ অর্থবছরের। বাজেট পেশের পর প্রথা অনুসারে আগামী শুক্রবার সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী। এরপর প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শেষে ৩০ জুনের মধ্যে পাস হবে। আগামী ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বাজেট পাসের স্বার্থে ঈদের ছুটির মধ্যে সংসদ অধিবেশন চালাতে হতে পারে। ঈদ ২৭ জুন হলেও পরদিন ২৮ জুন সংসদ সদস্যদের অধিবেশনে আসতে হবে। ওই দিন বাজেট আলোচনা শেষ করতে হবে। ঈদের জন্য ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত অধিবেশনের বিরতি দেয়া হবে বলে সূত্রটি জানায়। এদিকে সংসদের আইন শাখা সূত্রে জানা গেছে, বাজেট অধিবেশনের প্রথম দিনই যোগ দিতে পারেন কারাবন্দী দুই সংসদ সদস্য। নিজ দল আওয়ামী লীগের নেতাকে হত্যার অভিযোগে এমপি আমানুর রহমান খান (রানা) ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাবন্দী জাতীয় পার্টির এমপি এম এ হান্নান আগামীকাল সংসদ অধিবেশনে একদিনের জন্য যোগ দিতে পারেন। সংসদ অধিবেশনে যোগ দিয়ে স্বাক্ষরের পর তাদের আবারও কারাগারে নেয়া হতে পারে। আগামী অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ৪ লাখ কোটি টাকার ওপর হবে বলে ইতোমধ্যে সাংবাদিকদের জানিয়েছেন অর্থমন্ত্রী। ইতোমধ্যে আগামী অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে (এডিপি) বরাদ্দ অনুমোদন করা হয়েছে। এডিপিতে আগামী ২০১৭-১৮ অর্থবছরের জন্য একনেক মোট ১ লাখ ৬৪ হাজার কোটি টাকা বরাদ্দ অনুমোদন করেছে। এর মধ্যে মূল এডিপি হচ্ছে ১ লাখ ৫৩ হাজার ৩৩১ কোটি ২৫ লাখ টাকা। মূল এডিপির সঙ্গে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বরাদ্দ থাকবে ১০ হাজার ৭৫৩ কোটি ৫৮ লাখ টাকা। চলতি অর্থবছরের এডিপির আকার হচ্ছে ১ লাখ ১০ হাজার ৭শ’ কোটি টাকা। এদিকে সংসদ অধিবেশনকে সামনে রেখে সোমবার রাত ১২টা থেকে জাতীয় সংসদ ভবন এলাকায় সকল প্রকার মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিষেধাজ্ঞায় বলা হয়, সোমবার রাত ১২টা থেকে সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক, দূষণীয় দ্রব্য বহন এবং যে কোন প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় সংসদের ১৬তম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবত থাকবে।
×