ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তদন্ত কমিটির কাজ শুরু

প্রকাশিত: ০২:৪১, ২৯ মে ২০১৭

তদন্ত কমিটির কাজ শুরু

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ভাংচুরসহ সার্বিকভাবে তদন্তের জন্য জরুরী সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। এদিকে, চিকিৎসাধীন অবস্থায় জাবি শিক্ষার্থী নাজমুলকে হাতকড়া পরানোর ঘটনায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদিরকে তলব করেছেন হাইকোর্ট। অন্যদিকে, উপাচার্যের নিকট ৩জুনের মধ্যে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও আবাসিক হল খুলে দেয়ার জোর দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের প্রতিনিধিরা। জানা যায়, শনিবার রাতে জরুরী সিন্ডিকেট সভায় উপাচার্য ভবনে ভাংচুরের ঘটনাসহ সার্বিক বিষয়ে তদন্তের জন্য অধ্যাপক অসিত বরণ পালকে প্রধান এবং উপ-রেজিস্ট্রার মো. আবু হাসানকে সদস্যসচিব করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার কারণ, আন্দোলনে হামলাকারীদের তদন্ত, ভিসি ভবনে ভাংচুরকারীদের বিষয়ে তদন্ত, শিক্ষক আহত ও লাঞ্ছিতকারীদের বিষয়ে তদন্ত এবং দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে কেউ ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিনা এসব বিষয় নিয়ে সার্বিকভাবে তদন্ত করা হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির সদস্য সচিব আবু হাসান। এদিকে, চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থীকে হাতকড়া পরানোর ব্যাখ্যা দিতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদিরকে তলব করেছেন হাইকোট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ সোমবার স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আগামী ৩১ মে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদিরকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। জাবি উপাচার্যের বাসভবন ভাংচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলায় শনিবার মধ্যরাতে নাজমুল হোসাইনসহ ৪২ জনকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। এরপর চিকিৎসাধীন অবস্থায় নাজমুলের হাতে হাতকড়া পরানোর ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে তা আদালতের নজরে আসায় এ বিষয়ে ব্যাখ্যা দিতে আশুলিয়া থানার ওসিকে তলব করা হয়। অন্যদিকে, সোমবার বেলা তিনটার দিকে উপাচার্যের সাথে সাক্ষাত করেছেন শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের প্রতিনিধিরা। ঐক্যমঞ্চের আহ্বায়ক অধ্যাপক ড. নাসিম আখতার হোসাইনের নেতৃত্বে প্রতিনিধি দল উপাচার্যের কাছে রবিবার পেশ করা দাবিগুলো বাস্তবায়নের জোর দাবি জানান। এ সময় ঐক্যমঞ্চের পক্ষ থেকে ৩ জুনের মধ্যে শিক্ষার্থীদের ওপর দায়ের করা মামলা প্রত্যাহার এবং অবাসিক হল খুলে দেয়ার দাবি জানানো হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে ৪ জুন শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ দাবি আদায়ে মানববন্ধন করবে বলে জানান শিক্ষকরা।
×