ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেতৃত্ব দেয়ার ‘সেঞ্চুরি’ করলেন ডি ভিলিয়ার্স

প্রকাশিত: ০০:১৫, ২৯ মে ২০১৭

নেতৃত্ব দেয়ার ‘সেঞ্চুরি’ করলেন ডি ভিলিয়ার্স

অনলাইন ডেস্ক ॥ দারুণ এক রেকর্ড গড়েছেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার হয়ে সোমবার ১০০তম ম্যাচে অধিনায়ক হিসেবে মাঠে নামেন তিনি। এর মধ্য দিয়ে মাত্র তৃতীয় প্রোটিয়া অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেয়ার ‘সেঞ্চুরি’ করলেন তিনি। লন্ডনের লর্ডসে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান ডি ভিলিয়ার্স। তার মাইলফলক ম্যাচে দুর্দান্ত শুরু করেন ক্যাগিসো রাবাদা ও ওয়েন পারনেল। এই দুই পেসারের তোপের মুখে পড়ে মাত্র ২০ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে ইংলিশরা। ডি ভিলিয়ার্সের আগে মাত্র দুজন দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেয়ার সেঞ্চুরি পূর্ণ করতে পেরেছেন। সর্বোচ্চ ১৫০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেন গ্রায়েম স্মিথ। হ্যান্সি ক্রোনিয়ে ১৩৮ ম্যাচ নেতৃত্ব দিয়ে দুই নম্বরে রয়েছেন। সাবেক অধিনায়ক শন পোলক অল্পের জন্য জাতীয় দলকে নেতৃত্ব দেয়ার সেঞ্চুরি করতে পারেননি। তিনি প্রোটিয়াদের নেতৃত্ব দেন ৯৮ ম্যাচে। পঞ্চম স্থানে থাকা কেপলার ওয়েসেলস ৫২টি ম্যাচে অধিনায়কত্ব করেন। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক হিসেবে জয়ের দিক থেকে সবার ওপরে রয়েছেন ক্রোনিয়ে। তার জয়ের হার ৭৩.৭ শতাংশ। ডি ভিলিয়ার্সের (৬০.৫২ শতাংশ) চেয়ে এই তালিকায় এগিয়ে রয়েছেন গ্রায়েম স্মিথ (৬৪.২ শতাংশ) এবং শন পোলক (৬৪.০২ শতাংশ)। ওয়েসেলস জয় পান মাত্র ৪০ শতাংশ ম্যাচে।
×