ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাঁটুর ইনজুরিতে স্টোকস, খেলা হবে না তৃতীয় ওয়ানডে

প্রকাশিত: ১৯:১০, ২৯ মে ২০১৭

হাঁটুর ইনজুরিতে স্টোকস, খেলা হবে না তৃতীয় ওয়ানডে

অনলাইন ডেস্ক ॥ শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ জেতানো সেঞ্চুরি করার পরে হাঁটুর চোটের সমস্যায় আক্রান্ত বেন স্টোকস। সমস্যা এতটাই যে বাঁ হাঁটু এখন স্ক্যান করাতে হবে ইংল্যান্ড অলরাউন্ডারকে। এমনকী সোমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে-তেও খেলা হচ্ছে না স্টোকসের। দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ স্টোকস বলেছেন, ‘এই চোটটা আমাকে ভোগাচ্ছে। মাঝে মাঝেই মাথা চাড়া দেয়, আবার চলেও যায়।’ কিন্তু চোটের অবস্থা কী রকম? স্টোকস জানাচ্ছেন, তিনি নিশ্চিত নন চোটটা কতটা গুরুতর। বলেছেন, ‘ঠিক বুঝতে পারছি না চোটের অবস্থাটা কী রকম। হতে পারে খুব খারাপ কিছু নয়। আশা করছি ছবিটা পরিষ্কার হয়ে যাবে কয়েক দিনের মধ্যে।’ স্টোকসের সমস্যাটা দেখা দিচ্ছে বোলিংয়ের সময়। শনিবার মাত্র তিন ওভার বল করেছিলেন। যদিও তার মধ্যেই একটা উইকেট তুলে নেন। স্টোকস বলছেন, ‘বল ডেলিভারির সময় পাঁ-টা যখন মাটিতে পড়ছে, হাঁটুর বাইরে যন্ত্রণাটা হচ্ছে। দেখা যাক, কী হয়।’ আগের দিনের ম্যাচটা নিয়ে স্টোকস বলছেন, ‘প্রথমে সমস্যাটা হচ্ছিল না। কিন্তু তৃতীয় ওভারের শেষে যন্ত্রণা হতে থাকে।’ তবে স্টোকস এটাও বলছেন, তিনি মাঠে নামার জন্য মরিয়া। ‘এ সব সমস্যা হতেই পারে। আর তার জন্য আমি তৈরিও। আমরা ভাল ভাবেই ব্যাপারটা সামলাচ্ছি। ফিজিও, টিম ডাক্তারের সঙ্গে আমি যতদূর যা করার করছি ফিট থাকার জন্য। এখন দেখা যাক কী হয়।’
×