ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জামাতার পাশে দাড়াবেন ট্রাম্প

প্রকাশিত: ১৮:৫৬, ২৯ মে ২০১৭

জামাতার পাশে দাড়াবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক ॥ রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য একটি গোপন চ্যানেল তৈরি করতে চেয়েছিলেন বলে জামাতা জেরার্ড কুশনারের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রবিবার দেওয়া এক বিবৃতিতে কুশনারের কাজের প্রশংসা করে সেই ইঙ্গিতই দিয়েছেন তিনি। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্পের সঙ্গে সরাসরি রুশ কর্মকর্তাদের যোগাযোগ তৈরির বিষয়ে কাজ করছিলেন কুশনার। মার্কিন নজরদারি এড়িয়ে কীভাবে ট্রাম্প মস্কোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে পারেন সে বিষয়টি নিয়ে কুশনার রুশ রাষ্ট্রদূতের সঙ্গে ডিসেম্বরে আলাপ করেছিলেন তিনি। পত্রিকা দুটির প্রতিবেদনে আরো বলা হয়, এ বিষয়ে কুশনারের বিরুদ্ধে তদন্ত করবে এফবিআই। কুশনারের সমর্থনে দেওয়া বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘ জেরার্ড দেশের জন্য মহান কাজ করছে। তার ওপর আমার পুরো আস্থা আছে। ভার্চুয়ালি তাকে প্রত্যেকেই সম্মান করে এবং সে এমন একটি প্রোগ্রাম নিয়ে কা করছে, যা আমাদের দেশের হাজার কোটি ডলার বাঁচাবে। এর বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে বেশ ভাল মানুষ।’
×