ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হন্ডুরাসে ফুটবল খেলা দেখতে গিয়ে নিহত ৪

প্রকাশিত: ১৮:৪৯, ২৯ মে ২০১৭

হন্ডুরাসে ফুটবল খেলা দেখতে গিয়ে নিহত ৪

অনলাইন ডেস্ক ॥ হন্ডুরাসে জাতীয় লিগ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা শুরুর আগে পদদলিত হয়ে অন্তত চারজন নিহত ও বহু আহত হয়েছে। গতকাল রবিবার দেশটির রাজধানী টেগুসিগালপার জাতীয় স্টেডিয়ামে এ ঘটনা ঘটেছে। জরুরি বিভাগগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, ৩৫ হাজার আসনের স্টেডিয়ামটিতে ধারণক্ষমতার অতিরিক্ত দর্শক ছিল, আরও কয়েকশত দর্শক টিকেট না পেয়ে বাইরে দাঁড়িয়ে ছিল। বাইরে থাকা দর্শকরা স্টেডিয়ামের একটি ব্যারিকেড ভেঙে জোর করে ভিতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ ও লাঠি চার্জ করে। এ সময় হড়াহুড়িতে পদদলনের ঘটনা ঘটে। টেগুসিগালপার ইউনিভার্সিটি হাসপাতালের মুখপাত্র মিগুয়েল ওসোরিও জানিয়েছেন, ঘটনাস্থলে দুজন ও হাসপাতালের আনার পর আরো দুজনের মৃত্যু হয়, এছাড়া শিশুসহ আরো অনেকে আহত হয়। হন্ডুরাস দমকল বাহিনীর ক্যাপ্টেন অস্কার ট্রিমিনিও জানিয়েছেন, ফাইনাল খেলা শুরু হওয়ার ঠিক আগে ঘটা এ ঘটনায় ২৫ জন আহত হয়েছে।
×