ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৬:৫৪, ২৮ মে ২০১৭

ক্যাম্পাস সংবাদ

ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উদ্বোধন যাত্রা শুরু করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব। সম্প্রতি গ্রীন রোড ক্যাম্পাসে এ ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উদ্বোধন করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডাঃ শহীদুল কাদির পাটোয়ারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কে এম মোহসীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এটিএম মাহবুবুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেজিস্ট্রার অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ক্লাবের আহ্বায়ক ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম সদস্য সচিব প্রভাষক কাউছার আহ্মেদ। অনুষ্ঠানে গেস্ট স্পীকার ক্লাব ও ইংলিশ ল্যাংগুয়েজের ওপর বক্তব্য রাখেন আইইএলটিএস বিশেষজ্ঞ ও সিইও, সাইফুরস, আনজাম আনসার রাজু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক মোঃ আবু তারেকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। এ ক্লাবের স্টুডেন্ট সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেন টিপু সুলতান ও হাফসা নাসরীন)। সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় এ অনুষ্ঠান আনন্দমুখর হয়ে ওঠে। শেরে বাংলা শাইনিং পার্সোনালিটি পদক সম্প্রতি শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের ‘শেরে বাংলা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড-২০১৭’ প্রদান করা হয়েছে। সুপ্রীমকোর্ট আইনজীবী মিলনায়তনে অনুষ্ঠিতর্ অনুষ্ঠানে শিক্ষা, সাহিত্য-সাংস্কৃতি, গবেষণা ও সামাজিক বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য এ পদক দেয়া হয়। এ বছর শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার জন্য ঢাকার মিরপুরে অবস্থিত মুহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম রফিককে এই পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাবেক প্রধান বিচারপতি এম তাফাজ্জল ইসলাম, প্রধান আলোচক বিচারপতি মো. নিজামুল হক নাসিম প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মো. সাইফুল ইসলাম জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ এ ২য় বারের মত ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। ক্যাম্পাস প্রতিবেদক
×