ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাস্কর্য সরিয়ে ধর্মের প্রতি সম্মান করা হয়েছে ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ২১:৪৫, ২৭ মে ২০১৭

ভাস্কর্য সরিয়ে ধর্মের প্রতি সম্মান করা হয়েছে ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ শনিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলছেন হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামী সংগঠনের দাবির মুখে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণ করে ইসলামসহ অন্যান্য ধর্মের প্রতি সম্মান করা হয়েছে । ন্যায় বিচারের প্রতীক ‘লেডি জাস্টিস’র আদলে তৈরি ভাস্কর্যটি অপসারণে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে ভাস্কর্যটি গ্রিক উপকথার দেবী থেমিসের কিনা পাল্টা প্রশ্ন রাখেন আইনমন্ত্রী। তিনি বলেন, “আমি শুধু আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। এই মূর্তি কি থেমিসের মূর্তি? আমরা এটাকে থেমিসের মূর্তি বললেও এটা থেমিসের আসল মূর্তির রূপ না। “আমার কাছে মনে হয় সেটা কোনো মূর্তিই ছিল না। এই মূর্তিটা সরিয়ে বরং ইসলামসহ অন্যান্য ধর্মের প্রতি সন্মান করা হয়েছে।” ইসলামী সংগঠনগুলোর দাবিতে সরকার প্রধান শেখ হাসিনার সমর্থনের পর বৃহস্পতিবার মধ্যরাতে সরিয়ে ফেলা হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত রোমান যুগের ন্যায়বিচারের প্রতীক লেডি জাস্টিসের আদলে গড়া ভাস্কর্যটি। এ ঘটনায় বিভিন্ন মহলের প্রতিবাদ বিক্ষোভে সরকারের বিরুদ্ধে মৌলবাদের তোষণ করার অভিযোগের মধ্যে ভাস্কর্য অপসারণের মাধ্যমে ধর্মকে সম্মান দেখানোর কথা বললেন আইনমন্ত্রী আনিসুল হক।
×