ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভাস্কর্য সরানোর প্রতিবাদ ॥ চার জনকে আদালতে পাঠিয়েছে পুলিশ

প্রকাশিত: ২১:০৭, ২৭ মে ২০১৭

ভাস্কর্য সরানোর প্রতিবাদ ॥ চার জনকে আদালতে পাঠিয়েছে পুলিশ

অনলাইন রিপোর্টার ॥ গতকাল শুক্রবার সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে বিক্ষোভ করার সময় আটক চারজনকে প্রেফতার দেখিয়ে আজ শনিবার তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এরা হলেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্র ইউনিয়নের ঢাকা কলেজ শাখার সভাপতি মোর্শেদ হালিম, ছাত্র ইউনিয়ন কর্মী জয় এবং উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ নূর । গতকাল শুক্রবার শাহবাগ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া অজ্ঞাত ১৪০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার মামলায় তাঁদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। ভাস্কর্য সরানোর প্রতিবাদে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গতকাল শুক্রবার দুপুরের দিকে ছাত্র ইউনিয়ন, অনলাইন অ্যাকটিভিস্ট ও ব্লগার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, উদীচী শিল্পীগোষ্ঠী, গণজাগরণ মঞ্চ, ছাত্র-শিক্ষক-লেখক-শিল্পী-সাংস্কৃতিক কর্মী ও নাগরিকবৃন্দসহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ কাঁদানে গ্যাস ও রঙিন পানি ছিটিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হন ১০ জন।
×