ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাভারের জঙ্গী আস্তানায় বিস্ফোরণ

প্রকাশিত: ২০:০১, ২৭ মে ২০১৭

সাভারের জঙ্গী আস্তানায় বিস্ফোরণ

অনলাইন ডেস্ক ॥ ঢাকার সাভারে সন্দেহভাজন জঙ্গী আস্তানায় বোমা নিষ্ক্রিয়কারী দল আসার ঘণ্টাখানেক পর বিস্ফোরণ ঘটেছে। আজ শনিবার বেলা ১২টার দিকে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়।ঢাকা-১৯ (সাভার) আসনের সংসদ সদস্য এনামুর রহমান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, “যে বিকট বিস্ফোরণ হল, এতে তিনি ধারণা করছেন, ভেতরে বোমা ও জঙ্গী আছে।” সাভার পৌরসভার গেন্ডা এলাকায় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির পাঁচতলা একটি বাড়ি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘিরে অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। তবে ওই বাড়ির সন্দেহভাজন ভাড়াটিয়ারা গতকাল শুক্রবার সকালেই বাসা ছেড়ে চলে যায় বলে পুলিশ জানিয়েছিল। এরপর রাত সাড়ে ৯টার দিকে অদূরে আরেকটি ছয়তলা বাড়িতে অভিযান শুরু করে কাউন্টার টেররিজম ইউনিট। শনিবার বেলা পৌনে ১১টায় বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে আসে। তারা বাড়ির ভেতরে রয়েছেন বলে জানান সংসদ সদস্য এনামুর। তিনি বলেন, “গত ১৫ দিন আগে আমি এ এলাকায় সমাবেশ করে গেছি। ধারণা করছি এখানে জামায়াত-শিবিরের লোকজন জড়িত থাকতে পারে।”
×