ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

প্রকাশিত: ১৯:৪২, ২৭ মে ২০১৭

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

অনলাইন ডেস্ক ॥ আজ শনিবার ও গতকাল শুক্রবার রাতে চার জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।জেলাগুলো হল গাইবান্ধা, দিনাজপুর, ময়মনসিংহ ও নড়াইল । গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষে তিনজন, দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে তিনজন, ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন ও নড়াইলে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা মাস্তা এলাকায় গতকাল দিবাগত রাত দুইটার দিকে দুটি ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। ঢাকা-রংপুর মহাসড়কের এই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামের মহিবুল মিয়া (৫৫) ও একই উপজেলার কামাখালী গ্রামের মানু মিয়া (৪৫)। তাঁরা গরু ব্যবসায়ী ছিলেন। দুর্ঘটনায় আহত দুজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় মামলা হয়েছে। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আজ ভোরে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুরগিবোঝাই একটি পিকআপের সংঘর্ষে তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন নওগাঁ জেলার বদলগাছি উপজেলার আসলাম (৩৮), সদর উপজেলার মানিক (২৬) এবং অজ্ঞাত একজন। আহত ব্যক্তিরা হলেন নওগাঁ জেলার বদলগাছি উপজেলার মানিক (২৫), কাওসার (২৫) ও শাওন (২৪)। হতাহত ব্যক্তিরা সবাই পিকআপের যাত্রী ছিলেন। ময়মনসিংহের ত্রিশালে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই এক শিশু ও এক নারীর মৃত্যু হয়। আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল-যশোর সড়কে বাসের ধাক্কায় নসিমন চালক আব্দুল আজিজ (৩৫) নিহত হয়েছেন।
×