ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নড়াইলে ইউপি নির্বাচন নিয়ে সহিংসতা ॥ নিহত ২

প্রকাশিত: ১৯:৩৭, ২৭ মে ২০১৭

নড়াইলে ইউপি নির্বাচন নিয়ে সহিংসতা ॥ নিহত ২

নিজস্বসংবাদদাতা,নড়াইল ॥ নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় আ’লীগের আরো একজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রতিপক্ষের হাতে গুরুতর জখম পেড়লী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বদরুল ইসলাম (৫১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বদরুল পেড়লী গ্রামের কুটি মিয়া শেখের ছেলে। এর আগে গত ২৫ মে সকাল সাড়ে ৭টার দিকে বদরুলকে পেড়লী এলাকায় কুপিয়ে গুরুতর জখম করে দলীয় প্রতিপক্ষরা। তাকে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। নিহত বদরুলের ভাইপো পেড়লী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনিসুল ইসলাম বাবু বলেন, আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষের কাজ করায় আমার চাচাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ২৩ মে অনুষ্ঠিত নড়াইলের পেড়লী ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় গত বৃহস্পতিবার আ’লীগের দুইপক্ষের সংঘর্ষ হয়। ওইদিন নিহত হন কালিয়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ মোফাজ্জেল হোসেন (৫০)। ঘটনার দু’দিন পরে মারা গেলেন বদরুল ইসলাম। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ গণি মিয়া নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
×