ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নীলক্ষেত ইসলামিয়া মার্কেটের বই মার্কেটে ৮টি দোকানে অগ্নিকান্ড

প্রকাশিত: ১৮:৪৮, ২৭ মে ২০১৭

নীলক্ষেত ইসলামিয়া মার্কেটের বই মার্কেটে ৮টি দোকানে অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর নীলক্ষেত ইসলামিয়া মার্কেটের বই মার্কেটে ৮টি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে এসে পৌনে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগে। ক্ষয়-ক্ষতির পরিমাণ ৭ লাখ টাকা। এতে কোন হতাহতের ঘটনাও ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৭টা ৫৫ মিনিটে নীলক্ষেতের উত্তর-পূর্ব কোণায় ইসলামিয়া মার্কেটের দোতলায় একটা গুদামে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে ৮দোকানে মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে। ওই মার্কেটের আল আমিন বুক হাউজের মালিক মোহাম্মদ আল আমিন জানান, আগুন লাগা ওই গুদামে আইন সংক্রান্ত বই থাকে। পরে তা ৮দোকানে ছড়িয়ে পড়ে। ঘটনার পর পরই নীলক্ষেত বই মার্কেটের সমস্ত দোকান পাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। তিনি জানান, ফায়ার সার্ভিসের কাজ করার পর আগুন তেমন বেশি ছড়ায়নি। তার আসার আগে ৮টি দোকানে আগুন লেগে যায়। রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনেন ফায়ারের কর্মীরা। রাত সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর মোঃ জুয়েল জনকণ্ঠকে জানান, পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রন আনা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ডাম্পিংয়ের কাজ শেষে করে রাত সোয়া ১১টার দিকে পুরো আগুন নিয়ন্ত্রনে করে উদ্ধারকারী ফায়ারের কর্মকর্তা ও কর্মচারীরা ফিরে এসেছে। তিনি জানান, নীলক্ষেত ইসলামিয়া বই মার্কেটের দোতালার ৮টি দোকানে আগুন লাগে। এতে দোকানগুলোর বই পুড়ে যায়। এতে ক্ষতি হয়েছে সাত লাখ টাকা। আর ৩৫ লাখ টাকার বই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
×