ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারত সমুদ্র সীমান্তে নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ১৮:৩৪, ২৭ মে ২০১৭

ভারত সমুদ্র সীমান্তে নিরাপত্তা জোরদার

অনলাইন ডেস্ক ॥ সমুদ্র সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে এবং শান্তি বজায় রাখতে দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করল ভারতীয় নৌবাহিনী। পূর্ব এশিয়া এবং দক্ষিণ ভারত মহাসাগর সীমান্তে শান্তি বজায় রাখার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো গেছে। ভারতীয় নৌবাহিনীর ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ অনুযায়ী এই বিশেষ টহলদারি চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে, ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ডি কে শর্মা বলেন, ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে, দেশগুলোর মধ্যে নিরাপত্তা বজায় আরও জোরদার করার জন্য সমুদ্র সীমান্তে এই বিশেষ সার্চ অপারেশন চালানো হচ্ছে। এছাড়া, অর্থনৈতিক ক্ষেত্রে সংহতি বজায় রাখার বিষয়টিও এখানে বিশেষভাবে দেখা হচ্ছে বলে জানান তিনি।
×