ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

প্রকাশিত: ১৮:০৪, ২৭ মে ২০১৭

 আজ মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

অনলাইন ডেস্ক ॥ নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে শনিবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বার্মিংহামে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। আগামীকাল বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও পাকিস্তানের পিটিভি স্পোর্টস। বাংলাদেশ দল এখন বার্মিংহামে। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সেখানে টাইগাররা পৌঁছেছেন বৃহস্পতিবার রাতেই। আয়ারল্যান্ডের ডাবলিন থেকে ১ ঘণ্টা ভ্রমণ শেষে। আগামীকালই তাদের মাঠে নেমে পড়তে হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে প্রস্তুতি ম্যাচ দুটিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রস্তুতি ম্যাচ বলে ব্যাপারটা হালকাভাবে নিতে নারাজ মাশরাফি। বলেন, ‘প্রস্তুতি ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের উইকেট খানিকটা ভিন্ন। ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচগুলো থেকে আমরা বেশ কিছুই শিখতে পারব। আমি মনে করি, এগুলো খুব বড় ম্যাচ।’ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে `এ` গ্রুপে রয়েছে বাংলাদেশ। টাইগারদের সঙ্গী ইংল্যান্ড নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এই গ্রুপটিকে তো মাশরাফি দেখছেন ‘গ্রুপ অব ডেথ’ হিসেবেই। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা যে গ্রুপে পড়েছি, সেটা বলতে গেলে “গ্রুপ অব ডেথ”। বিশ্বের বড় তিনটি দলের বিপক্ষে খেলতে হবে আমাদের। তাদের বিপক্ষে কোন কিছুই ভবিষ্যদ্বাণী করা যাবে না।’
×