ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আফগান টি২০ লীগে তামিম-সাব্বির

প্রকাশিত: ০৭:১৭, ২৭ মে ২০১৭

আফগান টি২০ লীগে তামিম-সাব্বির

স্পোর্টস রিপোর্টার ॥ আইপিএলের আদলে আফগানিস্তানও আয়োজন করতে যাচ্ছে টি২০ লীগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেছে তার নিলাম (২০১৭)। যেখানে তামিম ইকবালসহ বাংলাদেশের তিন ক্রিকেটার জায়গা করে নিয়েছেন। টাইগার ওপেনারের দাম উঠেছে ২১ লাখ আফগানী। বাংলাদেশী মুদ্রায় অঙ্কটা প্রায় ২৪ লাখ ৮০ হাজার টাকা। আফগানিস্তানের রাজধানী কাবুলে হয়েছে লীগের চতুর্থ পর্বের নিলাম। তামিমকে দলে ভিড়িয়েছে স্পিনগড় ক্লাব। অপর দুই টাইগার ক্রিকেটার হলেন ইমরুল কায়েস ও সাব্বির রহমান। তাদের মূল্য ৭ লাখ আফগানী (৮ লাখ ২৬ হাজার টাকা)। সবচেয়ে বেশি দাম উঠেছে স্থানীয় অলরাউন্ডার গুলবাদিন নাইবের, ৭৪ লাখ আফগানী দিয়ে তাকে নিয়েছে ইমরুলের দল বুস্ট ডিফেন্ডার্স। আর বিদেশীদের মধ্যে সবচেয়ে বেশি দাম (৫২ লাখ আফগানী) পেয়েছেন পাকিস্তানের কামরান আকমাল। ছয় দলের এই টুর্নামেন্টে বাংলাদেশসহ খেলবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুইয়ের খেলোয়াড়রা। এখন পর্যন্ত আফগান টি২০ লীগের তিনটি আসর অনুষ্ঠিত হয়েছে। সেগুলোতে বিদেশী খেলোয়াড় সেভাবে ছিল না বললেই চলে। পাকিস্তান ও জিম্বাবুইয়ের হাতে গোনা কিছু খেলোয়াড় গিয়েছিলেন সেই লীগ খেলতে।
×