ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোনাল্ডোকে নিয়ে ট্রফি জয়ের স্বপ্ন পর্তুগালের

প্রকাশিত: ০৭:১৬, ২৭ মে ২০১৭

রোনাল্ডোকে নিয়ে ট্রফি জয়ের স্বপ্ন পর্তুগালের

স্পোর্টস রিপোর্টার ॥ অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। আগামী মাসেই শুরু হতে যাচ্ছে ফিফা কনফেডারেশন্স কাপ ফুটবল। ছয় অঞ্চলের চ্যাম্পিয়নসহ মোট আটটি দল এবারের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে প্রতিদ্বন্দ্বিতা করবে। নিয়ম অনুযায়ী বিশ্বকাপের স্বাগতিক দেশে আসরটি হয়ে থাকে ঠিক এক বছর আগে। এই আসরের জন্য সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। দলটির একটাই লক্ষ্য প্রথমবারের মতো এই আসরের ট্রফি নিজেদের শোকেসে ভরা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে রোনাল্ডোকে ঘিরেই ছক কষছে পর্তুগাল। রিয়াল মাদ্রিদ তারকাকে সামনে রেখেই স্কোয়াড ঘোষণা করেছেন পর্তুগীজ কোচ ফার্নান্ডো সান্টোস। এক বছর আগে সি আর সেভেনে ভর করেই ইউরো জিতেছিল পর্তুগাল। তবে ইউরোর ফাইনালে গোল করা এডারের জায়গা হয়নি দলে। প্রথমে সাইপ্রাসের সঙ্গে প্রীতি ম্যাচ, পরে লাটভিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাই ও শেষে রাশিয়ায় কনফেডারেশন্স কাপের আসর। এজন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন সান্টোস। তাতে জায়গা হয়নি গত ইউরো জয়ের নায়কের। ফাইনালে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে ইউরো জিতেছিল পর্তুগীজরা। যার গোলে ইউরোপ সেরার মুকুট আসে সেই এডারকেই কনফেডারেশন্স কাপের দলে রাখেননি পর্তুগীজ কোচ। ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপের সেরা তরুণ খেলোয়াড় বেয়ার্ন মিউনিখের মিডফিল্ডার রেনাটো সানচেজেরও জায়গা মেলেনি। তবে কনফেডারেশন্স কাপে শক্তিশালী দল নিয়েই যাচ্ছে পর্তুগাল। ডিফেন্ডার পেপে, বার্নার্ডো সিলভা, ন্যানি, রিকার্ডো কারেসমা, জোয়াও মৌটিনহো, ব্রুনো আলভেজ, রুই প্যাট্টিসিওরা আছেন। দল ঘোষণার পর পর্তুগীজ কোচ সান্টোস বলেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি। ছেলেরাও মুখিয়ে আছে এখানে খেলতে। আমার বিশ্বাস রোনাল্ডো নিজেও মুখিয়ে আছে। কারণ ইউরোর ফাইনালটা আমরা জিতলেও ওর জন্য ভাল হয়নি। ও এমন একজন খেলোয়াড় যে মাঠে খেলতে চায়। আগামী বিশ্বকাপ হবে ২০১৮ সালে রাশিয়ায়। তাই এবার কনফেডারেশন্স কাপের আয়োজকও রাশিয়া। এই আসরটিকে বলা হয়ে থাকে বিশ্বকাপের ড্রেস রিহার্সেল। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে আসরে অংশ নেবে পর্তুগাল। আর দলটির সেরা তারকা ও অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রথমবারের মতো এই ট্রফি জিততে মুখিয়ে আছেন। ফিফাকে দেয়া সাক্ষাতকারে সি আর সেভেন জানিয়েছেন, তার দেশ কনফেডারেশন্স কাপ জয়ের লক্ষ্যেই খেলবে। রোনাল্ডো বলেন, আমি এই ট্রফিটি (কনফেডারেশন্স কাপ) কখনই ছুঁয়ে দেখিনি। তবে আমি এটা জিততে চাই। আশাকরি পর্তুগাল আরও একবার ইতিহাস গড়ে এই শিরোপাটি জিতবে। আগামী ১৭ জুন থেকে ২ জুলাই হবে দশম কনফেডারেশন্স কাপ। যেখানে দুই গ্রুপে আটটি দল লড়াই করবে। ‘এ’ গ্রুপে খেলবে রাশিয়া, স্বাগতিক হিসেবে খেলার সুযোগ পেয়েছে তারা। এবারই প্রথম কনফেডারেশন্স কাপ খেলবে তারা। ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন হিসেবে খেলবে নিউজিল্যান্ড। এবার তৃতীয়বারের মতো খেলার সুযোগ পেয়েছে দেশটি। উয়েফা চ্যাম্পিয়ন্স হিসেবে খেলবে পর্তুগাল। যাদের এবার টুর্নামেন্টে অভিষেক হচ্ছে। এই গ্রুপের আরেক দেশ মেক্সিকো। কনকাকাফ অঞ্চলের চ্যাম্পিয়ন হিসেবে সুযোগ হয়েছে তাদের। ‘বি’ গ্রুপে খেলবে ক্যামেরুন, চিলি, অস্ট্রেলিয়া ও জার্মানি। আফ্রিকান অঞ্চলের সেরা হিসেবে খেলবে ক্যামেরুন। এবার দেশটি আফ্রিকান নেশন্স কাপে চ্যাম্পিয়ন হয়েছে। কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হিসেবে খেলার সুযোগ পাচ্ছে চিলি। তাদেরও এবার আসরে অভিষেক হচ্ছে। অবাক করা বিষয় হচ্ছে গত এক যুগের মধ্যে এবার ব্রাজিল নেই টুর্নামেন্টে। অথচ তারা আসরের বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু বর্তমান চ্যাম্পিয়নদের খেলার সুযোগ নেই। খেলতে হলে নিজ অঞ্চলের সেরা হতে হবে। কোপা আমেরিকায় বর্তমান সেরা চিলি। এ কারণেই বর্তমান চ্যাম্পিয়ন হওয়ার পরও নেইমার, কুটিনহো, ফিরমিনোদের দেখা যাবে না রাশিয়ায়। এএফসি অঞ্চলের চ্যাম্পিয়ন হিসেবে খেলবে অস্ট্রেলিয়া। সর্বশেষ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল হিসেবে খেলার সুযোগ পেয়েছে জার্মানি। অর্থাৎ ছয়টি অঞ্চল থেকে মোট আটটি দল খেলবে। এর মধ্যে উয়েফা থেকেই খেলবে তিনটি দল। স্বাগতিক দেশ ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইউরোপের দেশ হওয়ায় উয়েফার প্রতিনিধিত্ব বেশি।
×