ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রবিবার শুরু মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন

তারপরও নির্ভার কারবার

প্রকাশিত: ০৭:১৪, ২৭ মে ২০১৭

তারপরও নির্ভার কারবার

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা এ্যাঞ্জেলিক কারবার। কিন্তু এই মুহূর্তের পারফর্মেন্স কিন্তু সেই কথা বলছে না। আর ক্লে কোর্টে তো তার আরও বাজে ইতিহাস। গত বছর দুটি গ্র্যান্ডসøাম জিতে টেনিস কোর্টে আলো ছড়ালেও ক্লে কোর্টে একেবারেই নিষ্প্র্রভ ছিলেন তিনি। চলতি বছরেও একই চিত্রনাট্য। ইতোমধ্যে তিনটি টুর্নামেন্টে খেলে ফেলা এ্যাঞ্জেলিক কারবারের সেরা ফলাফল মাদ্রিদ ওপেনের শেষ ষোলো। যেখানে কানাডার ইউজেনি বাউচার্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েন তিনি। আর জার্মানির স্টুটগার্ট এবং রোম মাস্টার্স থেকে তো প্রথম রাউন্ডেই হেরে লজ্জাজনকভাবে বিদায় নিয়েছেন কারবার। কিন্তু তারপরও হতাশ নন দুটি গ্র্যান্ডসøামের মালিক। বরং কোন ধরনের চাপ না নিয়ে রবিবার থেকে শুরু হতে যাওয়া মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে নির্ভার থেকেই কোর্টে নামার কথা জানালেন ২০১২ সালের কোয়ার্টার ফাইনালিস্ট। এ বিষয়ে এ্যাঞ্জেলিক কারবার বলেন, ‘আমি সামনের দিকেই এগিয়ে যেতে চাই। কিন্তু কাঁধে কোন ধরনের চাপ নিতে চাই না। কারণ এটা প্রত্যেকেরই জানা যে, ক্লে কোর্টের সারফেস আমার ফেবারিট নয়। তাই কারও ধারণাতেই নেই যে আমি এখানে বড় ধরনের কোন কিছু করে ফেলতে পারব। তবে আমি মনে করি, কখনও কখনও এমনভাবে থেকে ভাল করাটা আরও সহজ হয়ে যায়।’ এপ্রিলের প্রথম সপ্তাহেই নিজের দেশের টুর্নামেন্ট স্টুটগার্টে কারবারের প্রতি সমর্থকদের একটু বেশিই প্রত্যাশা ছিল। কিন্তু সেই হিসেবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। নিজের প্রথম ম্যাচেই হেরে যান কারবার। তাও আবার ফ্রান্সের ক্রিস্টিনা মাদেনোভিচের কাছে। মাদ্রিদ ওপেনে অবশ্য শেষ ষোলোর টিকেট কেটেছিলেন জার্মানির প্রতিভাবান এই টেনিস তারকা। যদিওবা শেষ পর্যন্ত কানাডিয়ান তারকা ইউজেনি বাউচার্ডের কাছে হার মানেন কারবার। এরপর সর্বশেষ রোম মাস্টার্সেও নিজের প্রথম ম্যাচে হেরে লজ্জাজনকভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন ২৯ বছর বয়সী এই টেনিস তারকা। তারপরও ক্লে কোর্টের এই তিন টুর্নামেন্টের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফ্রেঞ্চ ওপেনে খেলতে নামবেন তিনি। যেখানে তার সর্বোচ্চ ফলাফল কোয়ার্টার ফাইনাল। এ বিষয়ে ১০টি ডব্লিউটিএ শিরোপা জেতা কারবার নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘ফ্রেঞ্চ ওপেনে এবার একটা লক্ষ্য নিয়েই খেলতে নামব। আমি দেখাতে চাই যে, গত সপ্তাহে এবং মাসের পুরোটা সময়ে খেলা ক্লে কোর্টের টুর্নামেন্ট থেকে কিছু না কিছুটা হলেও শিখেছি। আর প্যারিসে সেটাই বাস্তবায়ন করতে চাই।’ কারবারের জন্য ফ্রেঞ্চ ওপেন এবার দারুণ একটা সুযোগ। কেননা এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ফেবারিট কেউ নেই। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে এ বছরেই আর কোর্টে নামছেন না আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। ডোপ টেস্টে পজিটিভ হয়ে ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফিরলেও ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন ফরাসী ওপেনে খেলার ওয়াইল্ড কার্ড দেননি মারিয়া শারাপোভাকে। মা হওয়ার কারণে খেলতে পারছেন না বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কাও। রোম মাস্টার্সের ফাইনালে ইনজুরিতে পড়েন রোমানিয়ার সিমোনা হ্যালেপও। যে কারণেই কারবারের জন্য ফরাসী ওপেনে মেলে ধরার দারুণ একটা সুযোগ।
×