ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকা মৌলিক নাট্যদলের নজরুলজয়ন্তী

প্রকাশিত: ০৭:০৫, ২৭ মে ২০১৭

ঢাকা মৌলিক নাট্যদলের নজরুলজয়ন্তী

স্টাফ রিপোর্টার ॥ দ্রোহের কবি, সাম্যের কবি, মানবতার ও অসাম্প্রদায়িক কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮ জন্মদিন ছিল বৃহস্পতিবার। নজরুলজয়ন্তী উপলক্ষে নাট্য সংগঠন ঢাকা মৌলিক নাট্যদলের উদ্যোগে বৃহস্পতিবার দলের শান্তিনগরের নিজস্ব কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশ বরেণ্য যাত্রানট, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নজরুল গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক গীতিকবি, সুরকার ও শিল্পী হাবিব মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মৌলিক নাট্যদলের সভাপতি সাজু আহমেদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মৌলিক নাট্যদলের যুগ্ম আহ্বায়ক অলি উল্লাহ অলি, সদস্য রানা মল্লিক, অহি চৌধুরী, শাওন আহমেদ, রিয়াজ আহমেদ, জনি আইকন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের স্বাধীকার আদায়ে নজরুলের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। মৌখিক স্বীকৃতির পাশাপাশি নজরুলকে জাতীয় কবি হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদানের জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান তারা। এই দাবি বাস্তবায়নে দেশব্যাপী গণসচেতনতা তৈরির কথাও বলেন। দেশে নজরুল চর্চা বাড়াতে তরুণ প্রজন্মের কাছে তার নানাবিধ সৃষ্টিকে বেশি বেশি প্রচার এবং প্রকাশের আহ্বান জানান বক্তারা। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আবৃতি করেন অহি চৌধুরী। সঙ্গীত পরিবেশন করেন এইচ এম আলাউদ্দীন, সুলতান মাহমুদ মামুন, নাসির উসমান পাপ্পু, লোকমান হোসেন সাগর এবং ক্ষুদে শিল্পী জান্নাতি নূর ডায়না।
×