ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নৃত্যে উচ্চতর শিক্ষা নিতে ভারতে তুষার ও ইভান

প্রকাশিত: ০৭:০৩, ২৭ মে ২০১৭

নৃত্যে উচ্চতর শিক্ষা নিতে ভারতে তুষার ও ইভান

স্টাফ রিপোর্টার ॥ শাস্ত্রীয় নৃত্যে উচ্চতর শিক্ষা নিতে ভারত গেলেন বাংলাদেশের প্রতিভাবান দুই তরুণ নৃত্যশিল্পী মেহ্রাজ হক তুষার ও সাইফুল ইসলাম ইভান। দেশের স্বনামধন্য নৃত্য সংগঠন নৃত্যনন্দনের পক্ষ থেকে প্রথমবারের মতো সম্ভাবনাময় এই দুই শিল্পীকে নাচে বিশেষ প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানো হলো। দুইজনের মধ্যে মেহ্রাজ ২০০২ সালে নতুন কুড়িতে শ্রেষ্ঠ ও ২০১২ সালে চ্যানেল আই সেরা নাচিয়ে প্রথম হয়েছিলেন। অন্যদিকে ইভান ২০১৩ সালে চ্যানেল আই সেরা নাচিয়ে প্রথম রানারআপ হয়েছিলেন। এ প্রসঙ্গে নৃত্যনন্দনের কর্ণধার নৃত্যশিল্পী শর্মিলা বন্দোপাধ্যায় বলেন, নৃত্যনন্দনের পক্ষ থেকে প্রথমবারের মতো এই পদক্ষেপ নেয়া হলো। যেহতেু এদের প্রত্যেকে এখনও পড়ালেখার সঙ্গে যুক্ত। তাই দুজনই এক মাসের জন্য ভারতের প্রখ্যাত নৃত্যগুরুদের সান্নিধ্যে শিক্ষা নিতে যাচ্ছে। নাচের অঙ্গনকে পর্যায়ক্রমে আরও সমৃদ্ধ করার দীর্ঘদিনের স্বপ্ন এ দুজনকে দিয়েই শুরু করলাম। পরবর্তীতে সারাদেশ থেকে পর্যায়ক্রমে সম্ভাবনাময়দের এবাবে নিয়ে যাব নাচে উচ্চতর শিক্ষা গ্রহণ করতে। প্রথম আমাদের এই পদক্ষেপে দেশের প্রতিথযমা দুজন সংস্কৃতিসেবী সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। ভারতে যাওয়ার আগে মেহ্রাজ হক তুষার জনকণ্ঠকে বলেন, আমি খুবই খুশি যে নৃত্যের বড় বড় গুরুদের কাছে তালিম নেয়ার সুযোগ পাচ্ছি। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয়া শার্মিলা ব্যানার্জীকে, আমাকে এ ধরনের একটি সুযোগ করে দেয়ার জন্য। আমি ভারতের প্রখ্যাত কত্থক নৃত্যগুরু স্বন্দীপ মল্লিকের কাছে এক মাসের জন্য বিশেষ একটি কোর্স করব। এছাড়া কত্থক নৃত্যগুরু বিরজু মহারাজের তত্ত্বাবধানে পাঁচদিনের একটি কর্মশালায় অংশ নেব। সাইফুল ইসলাম ইভান বলেন, আমি খুবই সৌভাগ্যবান এ ধরনের একটি সুযোগ পায়ার জন্য। আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নৃত্যগুরু রাহুল দেব ম-লের কাছে ভরতনাট্যমে এক মাসের জন্য প্রশিক্ষণ নেব। আমি খুবই এক্সসাইটেড যে এত বড় গুরুদের কাছে শিক্ষা নিতে যাচ্ছি। জানা যায় দুজনই প্রশিক্ষণ শেষে আগামী ২৩ জুন দেশে ফিরবেন।
×