ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এস কে সিনহার সিদ্ধান্ত অনুযায়ী সম্পন্ন হয়েছে ভাস্কর্য সরানো

প্রকাশিত: ০৬:০০, ২৭ মে ২০১৭

এস কে সিনহার সিদ্ধান্ত অনুযায়ী সম্পন্ন হয়েছে ভাস্কর্য সরানো

জনকণ্ঠ রিপোর্ট ॥ অবশেষে সুপ্রীমকোর্টের সামনে থেকে গ্রীক ভাস্কর্যটি সরানোর কাজ শেষ হয়েছে। সেটি রাখা হয়েছে এনেক্স ভবনের ভেতরে। হেফাজতে ইসলামের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাস্কর্য সরানোর ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেন। সর্বশেষ প্রধান বিচারপতি এস কে সিনহা আইনজীবীদের মতামত নিয়েই চূড়ান্তভাবে ভাস্কর্য সরানোর সিদ্ধান্ত নেন। ভাস্কর্য সরানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রীর আন্তরিকতাকে ধন্যবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। তারা দেশের সব ভাস্কর্য সরানোর দাবি জানিয়েছেন। ভাস্কর্য সরানোর প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভকালে ছাত্রদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও জলকামান থেকে গরম পানি নিক্ষেপ ও রাবার বুলেট ছুড়েছে। বেশ কয়েক জনকে আটকও করেছে পুলিশ। ভাস্কর্য সরানোর ঘটনায় ফেসবুকে ঝড় বইছে। হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী সংগঠন ভাস্কর্যটি সরানোর জন্য দাবি করে আসছিল। এমন দাবির মধ্যেই গত ১১ এপ্রিল হেফাজতে ইসলামীর আমীর শাহ আহমদ শফীর নেতৃত্বাধীন একদল ওলামার সঙ্গে গণভবনে বৈঠকে শেখ হাসিনা ভাস্কর্যটি সরাতে পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মধ্যরাতে ভাস্কর্যটি সরানোর কাজ শুরু হয়। শুক্রবার ভাস্কর্যটি পুরোপুরি সরিয়ে ফেলা হয়। ভাস্কর্য সরানোকে কেন্দ্র করে সংঘর্ষ ভাস্কর্য সরানোর প্রতিবাদে শুক্রবার দুপুর বারোটার দিকে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল বের হয়। সুপ্রীমকোর্টের দিকে এগোতে গেলে শিশু একাডেমির সামনে পুলিশ মিছিলে বাধা দেয়। এ সময় মিছিলকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ব্যারিকেড ভেঙ্গে মিছিল এগোতে গেলে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান থেকে গরম পানি ছিটিয়ে এবং রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ সেখান থেকে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, লালবাগ থানা শাখার সভাপতি জয়, ঢাকা কলেজ শাখার সভাপতি মোর্শেদ হালিম, উদীচী শিল্পী গোষ্ঠীর সম্পাদকম-লীর সদস্য আরিফ নুরকে আটক করে। সংঘর্ষকালে বিক্ষোভকারী ছাত্র, পথচারী ও পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। এমন ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে মিছিল হয়। আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচী পালন করার ঘোষণা দিয়েছেন নেতৃবৃন্দ।
×