ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁর ডাকাতি করে ফেরার পথে পুলিশের গুলিতে ৩ ডাকাত আহত

প্রকাশিত: ০১:১৩, ২৬ মে ২০১৭

নওগাঁর ডাকাতি করে ফেরার পথে পুলিশের গুলিতে ৩ ডাকাত আহত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁয় ডাকাতি করে ফেরার পথে পুলিশের বাধাকে চ্যালেঞ্জ করতে চাইলে পুলিশের গুলিতে ৩ ডাকাত আহত হয়। আহত তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। একটি ট্রাকসহ ডাকাতির ৩ গরু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি শুক্রবার রাত অনুমান সাড়ে ৩টায় জেলার নিয়ামতপুর উপজেলার শিবপুর বাজার সংলগ্ন এলাকায় সংঘটিত হয়েছে। নিয়ামতপুর থানার অফিসার্স ইনচার্জ রফিকুল ইসলাম খান জানিয়েছেন, রাত অনুমান তিনটার দিকে একদল ডাকাত ট্রাক ভিড়িয়ে উপজেলার হাজিনগর ইউনিয়নের বেলহট্টি গ্রামের বাসিন্দা নিয়ামতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তারের বাড়িতে ডাকাতি করে। তারা ওই বাড়ি থেকে ৩টি গরু ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে টহল পুলিশের একটি দল শিবপুর বাজারের নিকট রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। ডাকাতরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাধ্য হয়ে পুািলশ তাদের লক্ষ করে গুলি ছোঁড়ে। তারা ট্রাক থামিয়ে ফেলে রেখে দিকবিদিক পালানোর চেষ্টা করে। তখন তাদের মধ্যে গুলিবিদ্ধ তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার আব্দুল মজিদের পুত্র সাইফুল ইসলাম (৩২), রাজশাহী জেলার তানোর উপজেলার জগলু সোনারের পুত্র কামরুল (৩৫) এবং রাজশাহী জেলার বহরমপুরের সাবদুল শেখের পুত্র জিনারুল ইসলাম (৩০)। পুলিশ তাদের গ্রেফতার করে প্রথমে নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ত্তি করান। পরে তাদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিয়ামতপুর থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে।
×