ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ০১:০৮, ২৬ মে ২০১৭

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের সামনে থেকে দেশীয় অস্ত্রসহ একটি আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করছে সোনারগাঁ থানা পুলিশ। শুক্রবার ভোররাতে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- সাগর (২২), জুয়েল (২২), রাজিব (২৪), স্বপন (২১) ও সজীব (২১)। সোনারগাঁ থানার এসআই মোঃ আঃ হক সিকদার জানান, গোপন সংবাদের শুক্রবার ভোর রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়কের ঢালের একটি ঝোপ থেকে ২টি চাপাতি ও তিনটি রামদাসহ ডাকাত সাগর, জুয়েল, রাজিব, স্বপন ও সজীবকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ডাকাত পালিয়ে যায়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞেসাবাদে ডাকাতরা মহাসড়কের মেরীখালী ব্রিজ হতে মেঘনা সেতু পর্যন্ত চলাচলরত বিভিন্ন প্রাইভেটকার ও বিদেশ থেকে আসা বিভিন্ন যানবাহন ও পণ্যবাহী ট্রাকে ডাকাতি করে সর্বস্ব লুট করে নিয়ে যায় বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
×