ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হিন্দুদের সুরক্ষায় বিশেষ আইন করবে জাপা: বাবলা

প্রকাশিত: ০০:৪৯, ২৬ মে ২০১৭

হিন্দুদের সুরক্ষায় বিশেষ আইন করবে জাপা: বাবলা

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, আগামীতে জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় গেলে হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় প্রয়োজনে বিশেষ আইন প্রনয়ন করবে। তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করেন না। তার কাছে সকল ধর্মের মানুষ সমান। তাই তিনি ক্ষমতায় থাকতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট করেছিলেন। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের সকল নাগরিকদের জানমালের রক্ষায় আমরা সচেষ্ট থাকবো। বিশেষ করে হিন্দু সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়, বাড়িঘর ও জানমাল রক্ষায় বিশেষ আইন প্রণয়ন করা হবে। শুক্রবার বিকালে শ্যামপুর কদমতলির বিভিন্ন মঠ মন্দির ও হিন্দু ধর্মীয় সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের সদস্য সচিব নকুল চন্দ্র সাহা, সাংবাদিক সুজন, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ডি.কে সমির, গোপাল দাশ, নির্মল খাসখেল, ইন্দ্রজিত দাশ, সুনীল টাইগার, বিমল ডোম প্রমুখ। মতবিনিময় সভায় বাবলা আরো বলেন, ঈদের পর জাতীয় পার্টির নির্বাচনী ইস্তেহার দেবে। এবারের ইস্তেহারে আমরা কয়েকটি বিষয়কে গুরুত্ব দেবো। প্রাদেশিক ব্যাবস্থা প্রবর্তন, নির্বাচনী ব্যাবস্থার আমূল সংস্কার, মানুষের অর্থনৈতিক মুক্তি সহ জানমাল রক্ষায় করীন সর্ম্পকে সুনিদিষ্ট করনীয় উপস্থ্পান করা হবে ইস্তেহারে।
×