ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আলোচনায় ইমরান-রোতসীর ‘মন খারাপের দেশে’

প্রকাশিত: ০০:৪৭, ২৬ মে ২০১৭

আলোচনায় ইমরান-রোতসীর ‘মন খারাপের দেশে’

স্টাফ রিপোর্টার ॥ তথ্যপ্রযুক্তির অবাধ সরবরাহের যুগে নতুন যে কোন গান জনপ্রিয় করার নামে মিউজিক ভিডিও নির্মাণ যেন একটি জরুরী অনুষঙ্গ হয়ে পড়েছে। গানের কথা ও সুর যাই হোক মনোরম দৃশ্যায়ন ও বৃষ্টিভেজা চিত্র সংযোজন করে তা ইউটিউবে মুক্তি দেয়ার প্রচেষ্টা পরিলক্ষিত হচ্ছে প্রায়শই। এর ফলে ভিডিওর নামে গানের প্রকৃত বৈশিষ্ট্য এবং আবেদন ম্লান করা হচ্ছে কি না, সে বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অনেক কাজের ভিড়ে ভাল কাজের সংখ্যা একেবারে হাতেগোনা। দু’একটি ভিডিও দর্শক নন্দিত হলেও বেশিরভাগই সমালোচিত হয়েছে। এসব ভিডিওতে অতিমাত্রায় মাখামাখি দৃশ্য রাখা হচ্ছে। ইউটিউবে ভিউয়ার্স বাড়ানোর জোর চেষ্টায় নারী মডেলকে বিশেষ ভঙ্গিমায় প্রদর্শনের কারণে গানের কথা ও সুরের মূল আবেদন অনেকটাই ঢাকা পড়েছে বলে মন্তব্য করছেন সঙ্গীত সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের নৈতিক কোন পরিবর্তন চোখে পড়ছে না। প্রায় সব প্রযোজনা প্রতিষ্ঠানই এই অনৈতিক প্রতিযোগিতায় নেমেছে। কি গান তৈরি হলো বা গানের কথা, সুর ও গায়কী কতটা শ্রোতাকে আকৃষ্ট করল সে বিষয়ের চেয়ে গানের দৃশ্য চিত্রায়নে মডেলকে আকর্ষণীয় করে উপস্থাপনাকে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে। এই একই ধরনের প্রতিযোগিতা চলছে দিনের পর দিন। এতে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হচ্ছে। মৌলিক গানের সুরকার, গীতিকার এবং সঙ্গীত পরিচালকরা এসব দেখে শুধু বুক চাপড়াচ্ছেন। এ অবস্থায় অনেকেরই প্রশ্ন আমাদের দেশীয় সঙ্গীত অঙ্গন কী তবে প্রকৃত পক্ষে ভিডিও নির্ভর হয়ে পরেছে। এমন জিঙ্গাসা রুচিবান ও সঙ্গীতবোদ্ধাদের। তবে তাদের এও প্রত্যাশা এই ঘোর অচিরেই কেটে যাবে। যে তরুণরা নতুন কিছু করার চেষ্টা করছেন একসময় তাদের বোধদয়ের কারণে বাংলা গান স্বরূপেই ফিরবে এবং টিকে থাকবে তার আপন মহিমায় স্বশক্তিতে। এই যখন অবস্থা তখন নতুন মডেল রোতসী ও সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুলের ‘মন খারাপের দেশে’ রোমান্টিক গানটির ভিডিও নিয়ে আলোচনা হচ্ছে। গত ১৫ মে থেকে সিএমভির ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি অন্তর্জাল দুনিয়ায় ভাইরাল হয়। সময়ের জনপ্রিয় শিল্পী ইমরানের ভিডিওটি গত ৮ দিনে ১০ লাখ কিংবা ১ মিলিয়ন বার দর্শক-শ্রোতারা দেখেছেন বলে দাবি করেছে সিএমভি। এর আগে গত ১৫ মে রাতে সিএমভির ইউটিউব চ্যানেলে বেশ ঘটা করে প্রকাশ পেয়েছে ইমরানের নতুন ব্যয়বহুল এই মিউজিক ভিডিওটি। মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে গানটির সুর করেছেন নাজির মাহমুদ। আর লিখেছেন শরীফ আল-দীন। সেই জনপ্রিয়তার সূত্র ধরে প্রকাশ পেয়েছে ভিডিওটি। ভিডিটি নির্মাণ করেছেন সৈকত রেজা। যেখানে মডেল রোতসীর সঙ্গে ইমরানকে রোমান্টিক নায়ক সুলভ ভঙ্গিমায় দেখা গেছে। যেমনটা আগের কোন ভিডিওতে ইমরানকে পাওয়া যায়নি বলে মনে করছে সিএমভি। এদিকে এত অল্প সময়ে ভিডিওটির এমন জনপ্রিয়তা প্রসঙ্গে ইমরান বলেন, এবার নিজেকে একটু ভেঙ্গেছি।চেষ্টা করেছি গানের কথা-সুর-কণ্ঠের সঙ্গে মিল রেখে ভিডিওতে একটা রোমান্টিক আবহ তৈরি করার। ভিডিওটি প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। অবাক হয়েছি, মাত্র ৮ দিনে ভিডিওটি মিলিয়নের ঘর পেরিয়ে গেল! এটা সত্যিই বিস্ময়কর। স্বপ্ন দেখছি শীঘ্রই গানটি কোটির ঘরও অতিক্রম করবে।
×