ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কলেজ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ০০:২৪, ২৬ মে ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কলেজ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের শিক্ষার মানোন্নয়নে রসায়ন বিষয়ের ওপর এক প্রশিক্ষণ-কর্মশালা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন “কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (ঈঊউচ)” এর আওতায় এ প্রশিক্ষণ-কর্মশালা বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ একাডেমিক ভবনের সিনেট হলে অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রথম অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইইআর’র প্রফেসর ড. মোঃ আব্দুল মালেক এবং দ্বিতীয় অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য প্রফেসর এম মুহিবুর রহমান। কর্মশালায় প্রথম অধিবেশনে আলোচক ছিলেন নায়েম’র প্রশিক্ষণ বিশেষজ্ঞ মামুন-উল-হক এবং দ্বিতীয় অধিবেশনে আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক ড. আবুল হাসেম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর আবু বিন হাসান সুশান। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেনসহ রসায়ন বিষয়ের ২৬ জন কলেজ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
×