ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হাওরে বিপর্যয় ॥ ২৬ সদস্য বিশিষ্ট গণতদন্ত কমিশন গঠন

প্রকাশিত: ০০:০৬, ২৬ মে ২০১৭

হাওরে বিপর্যয় ॥ ২৬ সদস্য বিশিষ্ট গণতদন্ত কমিশন গঠন

অনলাইন রিপোর্টার ॥ হাওরের সাম্প্রতিক মহাবিপর্যয়ের কারণ ও স্থায়ী সমাধানের পথ খুঁজতে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে একটি গণতদন্ত কমিশন গঠিত হয়েছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘হাওরের পাশে বাংলাদেশ’ নামে একটি সংগঠনের সংবাদ সম্মেলনে ২৬ সদস্যের নাম প্রকাশ করেন গণতদন্ত কমিশনের সদস্য সচিব হাসনাত কাইয়ুম। তিনি বলেন, “স্বতঃপ্রণোদিত হয়ে দেশ-জাতি ও প্রকৃতির প্রতি দায়বোধ থেকে এই মহাবিপর্যয়ের প্রকৃত কারণ এবং হাওর সমস্যার স্থায়ী সমাধানের পথ ও পদ্ধতি অনুসন্ধান ও আবিষ্কারের লক্ষ্যে হাওরের পাশে বাংলাদেশ ২৬ সদস্যের গণতদন্ত কমিশন গঠন করেছে। “এই কমিশন হাওর অঞ্চল সফর করে হাওরবাসীদের মতামত সংগ্রহ, পানি, মৎস, কৃষি, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা বিষয়ক তথ্য-উপাত্ত ও গবেষণাকর্ম পর্যালোচনা করবে। সরকারি-বেসরকারি উন্নয়ন নীতি ও কর্মকাণ্ড বিশ্লেষণ করে দেশে ও দেশের বাইরে অবস্থানরত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত সংগ্রহ করবে।” কমিশনের বাকি সদস্যরা হলেন- স্বপন আদনান, আনু মুহাম্মদ, বদরুল ইমাম, খালেকুজ্জামান, রিজওয়ানা হাসান, হালিম দাদ খান, অধ্যাপক হারুন রশীদ, শাকিল আখতার, সৈয়দ আলী আজহার, পাভেল পার্থ, আনোয়ারুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, আবদুল মতিন, শেখ রোকন, মোশাহিদা সুলতানা রীতু, জাকিয়া শিশির, সাদিয়া জেরীন পিয়া, জ্যোতির্ময় বড়ুয়া, আবুল হোসেন রুবেল, জাকির হোসেন, কফিল আহমেদ, অরুপ রাহী, ফিরোজ আহমেদ, ক্বাফি রতন, আবদুল্লাহ শাহরিয়ার সাগর ও জহিরুল ইসলাম।
×