ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিজ্ঞান কণিকা

প্রকাশিত: ০৬:২৯, ২৬ মে ২০১৭

বিজ্ঞান কণিকা

কাপড়ের মতো পাতলা সোলার প্যানেল ভারি ও মোটা সৌরবিদ্যুত সেলের পরিবর্তে কাপড়ের মতো পাতলা সোলার প্যানেল তৈরি করেছেন অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। বিশেষ ধরনের ইলেকট্রনিক কালি দিয়ে তৈরি প্যানেলটি বর্তমানের সোলার প্যানেলের তুলনায় কম খরচে বেশি বিদ্যুত উৎপন্ন করতে পারে। সূত্র : সায়েন্স ডেইলি কফি বানাবে মোবাইলকেস মোবাইল কেস দিয়ে কি কফি বানানো সম্ভব? তেমনই এক মোবাইল কেস তৈরি করেছেন প্রযুক্তিবিদরা। ‘মোকেইস’ নামের বিশেষ ধরনের মোবাইলকেসটিতে আগেভাগেই কফি ভরে রাখা যায়। অ্যাপের মাধ্যমে নির্দেশ দিলে ক্যাপসুলটি গরম হয়ে বের হয় গরম গরম কফি। তাপনিরোধক মোবাইলকেসটির দাম ৮৭ ডলার। সূত্র : ডেইলি মেইল চালকবিহীন ট্রাক্টর রোদ-বৃষ্টি যা-ই হোক না কেন, ঘরে বসেই জমি চাষের সুযোগ দেবে চালকবিহীন ট্রাক্টরটি। বীজ ছিটানোর পাশাপাশি পানি বা কীটনাশকও ছিটাতে পারে। ফসল ঠিকমতো বড় হচ্ছে কি না, তা-ও দেখা যাবে ড্রোনের মাধ্যমে। দূর থেকেই চাষাবাদের এ পদ্ধতি উদ্বোধন করেছেন যুক্তরাজ্যের হারপার এ্যাডামস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। নতুন এই পদ্ধতি আগামী দিনে চাষাবাদের ধারণা বদলে দেবে বলে আশা করছেন তাঁরা। সূত্র : ডেইলি মিরর
×