ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে ৩২ দুঃস্থ ডায়াবেটিক রোগীর হাতে তুলে দেওয়া হলো সুদমুক্ত ঋণ

প্রকাশিত: ০৩:০৩, ২৫ মে ২০১৭

শেরপুরে ৩২ দুঃস্থ ডায়াবেটিক রোগীর হাতে তুলে দেওয়া হলো সুদমুক্ত ঋণ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে ৩২জন দুঃস্থ ও অসহায় ডায়াবেটিক রোগীর হাতে তুলে দেওয়া হয়েছে সুদমুক্ত ঋণের ৩ লাখ ৯৮ হাজার টাকা। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মাধবপুরস্থ জেলা ডায়াবেটিক সমিতি মিলনায়তনে ওই টাকা তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। জেলা ডায়াবেটিক সমিতি ও হোসনেআরা চৌধুরী ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠানে অবস্থাভেদে প্রতিজন রোগীর হাতে তুলে দেওয়া হয় সর্বনিম্ন ৬ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা। এ উপলক্ষে জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ এটিএম মামুন জোস ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু। ওইসময় এনডিসি মাসুদ রানা, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, ডায়াবেটিক সমিতির সদস্য এডভোকেট আতাহার আলীসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
×