ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিক্রমপুর টঙ্গিবাড়ী ডিগ্রী কলেজ সরকারীকরণ উৎসব

প্রকাশিত: ০১:১৬, ২৫ মে ২০১৭

বিক্রমপুর টঙ্গিবাড়ী ডিগ্রী কলেজ সরকারীকরণ উৎসব

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বিক্রমপুর টঙ্গিবাড়ী ডিগ্রী কলেজ সরকারীকরণ উৎসব হয়েছে বুধবার। টঙ্গীবাড়ি উপজেলার রংমেহারস্থ কলেজ ক্যাম্পাসের এই জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। এই উৎসবকে ঘিরে ১৯৮৫ সালে স্থাপিত এবং ১৯৮৬ সালে এমপিওভূক্ত কলেজটিতে আনন্দের বন্যা বয়ে যায়। দীর্ঘ প্রায় ৩২ বছরের দাবী পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন স্থানীয় সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। তাই তাকে ঘিরে উৎসব বিশেষ মাত্রাযুক্ত করে। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের সরব উপস্থিতিতে তৈরী হয় বিশেষ পরিবেশ। দীর্ঘ প্রতিক্ষিত এই কলেজ সরকারি করণ হওয়ায় উৎসবটিতে সর্বস্তরের মানুষ অংশ নেয়। টঙ্গিবাড়ী উপজেলার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির ভাষণ দেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতু, কলেজটির ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য আব্দুস সালাম ভূইয়া নিরু, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক ও কলেজটির ম্যানেজিং কমিটির সদস্য মো. মিরাজ হোসেন, সোনারং-টঙ্গিবাড়ী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বারেক শেখ, সহসভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি, টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, এমিলি পারভীন এবং কলেজটির অধ্যক্ষ মো. নরুল মোমেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ এবং জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি আনুষ্ঠানিকভাবে কলেজটির স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি সরকারের বরাবর দান করে সেই দালিল অধ্যক্ষের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে হস্তান্তর করেন।
×