ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ছোট যমুনা নদীর সেতু নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত: ০০:৫৪, ২৫ মে ২০১৭

দিনাজপুরে ছোট যমুনা নদীর সেতু নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কুশলপুর শ্রীপুর নামক স্থানে ছোট যমুনা নদীর ওপর সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বৃহস্পতিবার সকাল ১১টায় সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন। দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্বাস আলী মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলজিইডি-এর নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এহেতেশাম রেজা, হায়দার আলী শাহ, মুশফিকুর রহমান বাবুল, শহিদুজ্জামান, আব্দুল আজিজ মন্ডল, মিজানুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিএনপি’র দুই শতাধিক নেতাকর্মী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী শহিদুজ্জামান জানান, এলজিইডি’র তত্ত্বাবধানে ৯৬ মিটার দীর্ঘ ছোট যমুনা নদীর ওপর শ্রীপুর সেতুর নির্মাণ কাজে ব্যয় হচ্ছে ৫ কোটি ৩১ লাখ ৮৭ হাজার ৮৬৫ টাকা। সেতুটি নির্মাণ কাজ শেষ হলে ফুলবাড়ী উপজেলার সাথে পার্শ্ববর্তী বিরামপুর, নবাবগঞ্জ ও হাকিমপুর উপজেলার অন্তত ৫০টি গ্রামের সাথে সড়ক পথের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে। গড়ে উঠবে এই এলাকায় ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান।
×